হাসপাতালে ভর্তি অভিনেত্রী আদা শর্মা। হ্যাঁ, 'দ্য কেরালা স্টোরি' অভিনেত্রী আদার কথাই বলছিলাম। কিন্তু কী হয়েছে আদার? জানা যাচ্ছে, গুরুতর ডায়রিয়া এবং খাবার থেকে অ্যালার্জিতে আক্রান্ত হয়েছে আদা শর্মা। আর সেকারণেই গুরুতর অসুস্থ অবস্থায় মঙ্গলবার রাতে অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। এখবর জানার পর থেকেই উদ্বিগ্ন অভিনেত্রীর অনুরাগীরা।
তবে জানা যাচ্ছে, আপাতত এখন বেশকিছু সুস্থ আছেন আদা শর্মা। তবে আপাতত তিনি হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। এই মুহূর্তে ‘কম্যান্ডো’র প্রচারে ব্যস্ত ছিলেন আদা। সেখানে তাঁকে ভাবনা রেড্ডির ভূমিকায় দেখা যাবে।
আরও পড়ুন-'অন্ধকারে ডুবে ছিলাম, অতীতে আমিও নিজের ক্ষতি করতে চেয়েছি', নীতীনের মৃত্যুতে আবেগঘন হনসল
আরও পড়ুন-জিনাত আমনও ফিরলেন আর ইমরান? প্রশ্নে অভিনেতা বললেন 'কমেন্টে ১ মিলিয়ন লাইক পেলে তবেই…'
আরও পড়ুন-‘প্রথমে উনি আমাকে বুঝে উঠতে পারতেন না…’, দীপিকার মায়ের প্রসঙ্গে বললেন রণবীর
প্রসঙ্গত, ২০১৩সালে ‘কম্যান্ডো: দ্য ওয়ান ম্যান আর্মি’র মাধ্যমে কম্যান্ডো সিরিজ ছবির যাত্রা শুরু হয়েছিল অভিনেতা বিদ্যুৎ জামালের হাত ধরে। সেই ছবিরই স্পিন অফ হিসাবে একটি সিরিজ আসতে চলেছে। সেখানেই ভাবনা রেড্ডির ভূমিকায় দেখা যাবে আদা শর্মাকে। জানা যাচ্ছে সিনেমা এবং সিরিজের মধ্যে সংযোগকারী ফ্যাক্টর হবেন আদার চরিত্রটি। এই সিরিজে তিনি অভিনয় করবেন নবাগত অভিনেতা প্রেম পারিজার সঙ্গে। ১১ অগস্ট ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেতে চলেছে কম্যান্ডো সিরিজটি।
কম্যান্ডো প্রসঙ্গে আদা শর্মা বলেন, ‘আমি ককম্যান্ডো ২ এবং ৩-তে ভাবনা রেড্ডির চরিত্রে অভিনয় করেছি। বিশ্বের যেখানেই একজন কম্যান্ডো তৈরি হচ্ছে সেখানেই ভাবনা রেড্ডি কয়েক সেকেন্ডের জন্য হলেও থাকবেন। কিন্তু সে নিশ্চিত করবে চরিত্র।’ প্রেম পারিজা এবং আদা ছাড়াও এই সিরিজে অভিনয় করেছেন অমিত সিয়াল, তিগমাংশু ধুলিয়া, শ্রেয়া চৌধুরী এবং মানিনী চাড্ডা। সিরিজের প্রযোজনা করছেন বিপুল অম্রুতলাল।