সোমবার কাজল তাঁর আসন্ন ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল- পেয়ার কানুন ধোকা’ (The Trial - Pyaar Kanoon Dhokha)-এর ট্রেলারটি শেয়ার করে নিয়েছেন। এই সিরিজ দিয়েই ওটিটি-র জগতে আত্মপ্রকাশ হল কাজলের (Kajol)। দুই মিনিটের ভিডিয়োটিতে আমরা কোর্টরুম ড্রামায় কাজলের চরিত্রকে পেয়েছি বেশ কয়েকবার। তাঁর চরিত্রের নাম নয়নিকা সেনগুপ্ত, যে একজন গৃহবধূ। যে আইনজীবী হিসেবে কাজে ফিরতে বাধ্য হয় যখন স্বামীর কেলেঙ্কারির খবর বাইরে আসে ও তার জেল হয়।
‘দ্য ট্রায়াল’-এর ট্রেলারে কাজলের পাশাপাশপি নজর কাড়েন যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta)। যাকে আমরা এখানে তাঁর স্বামীর চরিত্রে দেখতে পাই। ট্রেলারের শুরুতেই দেখানো হয় গ্রেফতার হয় যিশু অর্থাৎ নয়নিকার স্বামী রাজীব সেনগুপ্তাকে, যিনি একজন অ্যাডিশনাল জাজ। ঘুষ হিসেবে যৌন সুবিধে নেওয়ার অপরাধে গ্রেফতার করা হয় রাজীবকে। আর যা বেশ বড় একটা ঘটনা। ছিছি পড়ে যায় মিডিয়াতে। নয়নিকা হাতও তোলে স্বামী রাজীবের গায়ে। থাপ্পড় মারে। স্বামীর গ্রেফতারের আগে তাঁকে বলতে শোনা যায়, ‘একটি ভুলের একাধিকবার পুনরাবৃত্তি হলে সেটা আর ভুল থাকে না। সেটি পছন্দ হয়ে যায়।’
সংসারের হাল ধরতে কাজল ওরফে নয়নিকা এরপর কাজে ফেরে। পরে ধীরে ধীরে রাজীবের কাছ থেকেও অফার আসে নয়নিকার কাছে তাঁর হয়ে কেস লড়ায়। সেই অফার কি নেবে নয়নিকা? বাঁচাবে স্বামীকে? কোন পথে হাঁটবে নয়নিকা সেটাই দেখাবে ‘দ্য ট্রায়াল’।
কাজল ‘দ্য ট্রায়াল’ ওয়েব সিরিজে তাঁর চরিত্রটি প্রসঙ্গে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘কোনও চরিত্রের জটিলতাই প্রাথমিকভাবে প্রথম চোখে পড়ে। আর নয়নিকা চরিত্রের মধ্যে থাকা স্তরগুলি আমাকে আকৃষ্ট করেছিল। প্রথমেই যেন নয়নিকা নিজের হয়ে গিয়েছিল। একটা টান অনুভব করেছিলাম। ওটাই সবচেয়ে বড় কারণ ছিল আমার এই ওয়েব সিরিজের কাজে হাত দেওয়ার। সুপর্ণ ভার্মা এমন একটি বিশ্ব তৈরি করেছেন যেখানে চরিত্রগুলির দুর্বলতা জীবনের তৈরি করা নিষ্ঠুর পরিস্থিতিগুলির মুখোমুখি হয়। নয়নিকাকে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হবে, আর তাই দর্শকরা হয়তো আরও বেশি করে তার সঙ্গে একাত্ম বোধ করতে পারবেন। যেমনটা আমি পেরেছি।’
প্রসঙ্গত, শুক্রবার কাজল হঠাৎ ঘোষণা করেছেন যে তিনি সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিচ্ছেন এবং ইনস্টাগ্রাম থেকে তাঁর পুরনো পোস্টগুলি সরিয়ে ফেলেন। অনেকেই ভেবে বসেন ব্যক্তিজীবনে কোনও সমস্যার মুখে পড়েছেন অভিনেত্রী। পড়ে জানা যায়, সবই ছিল তাঁর এই ওয়েবসিরিজের জন্য একটি প্রচারমূলক কৌশল। সেই সময় কাজল তার পোস্টে লিখেছিলেন, 'আমার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি।
কয়েক ঘন্টা পরে কাজল ঘোষণা করেছিলেন যে তিনি আসলে তাঁর নতুন ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল - পেয়ার কানুন ধোকা’র কথা বলছেন। তিনি ইনস্টাগ্রাম এবং টুইটার উভয় জায়গাতেই সিরিজ থেকে তাঁর ফার্স্ট লুক শেয়ার করে নেন।