আরিসিবিকে ৮১ রানের বিরাট ব্যবধানে পরাজিত করে মরসুমের প্রথম দুই পয়েন্ট ঘরে তুলেছে কেকেআর। ইডেনের গ্যালারিতে কেকেআরের জন্য গলা ফাটিয়েছেন বলিউডের বাদশা শাহরুখ খান। দীর্ঘ তিন বছর পর ঘরের মাঠে খেলতে নেমেছে শাহরুখের দল।
মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়েই মাঠে খেলা দেখতে এসেছিলেন কিং খান। সঙ্গে হাজির ছিলেন শানায়া কাপুরও। সুহানা, শানায়া ছোট থেকেই বেশ ভালো বান্ধবী। তাঁদের গার্ল গ্যাংয়ে রয়েছেন অনন্যা পান্ডেও। তবে এ বছর খেলা দেখতে আসেননি অনন্যা। দীর্ঘ কয়েক বছর ধরেই শাহরুখের সঙ্গে গ্যালারিতে বসে ম্যাচ দেখেন তাঁরাও। সেই ছবিও হু হু করে ভাইরাল হয়ে সোশ্যাল মিডিয়ায়। আরও পড়ুন: রোগা হতে চান? এই ৫টা খেলা তার জন্য সেরা
আরসিবির বিরুদ্ধে কেকেআর-এর ম্যাচের বেশ কিছু পুরনো ছবি নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছেন এক রেডিট ব্যবহারকারী। প্রথম কয়েকটি ছবিতে ছোট্ট সুহানাকে দেখা যাচ্ছে। চশমা পরে রয়েছেন অনন্যা পান্ডে এবং বড় হওয়ার পর শানায়া কাপুরের মুখের কতটা পরিবর্তন হয়েছে তা দেখা যাচ্ছে। পর পর ছবিতে বোঝা যাচ্ছে, বড় হওয়ার সঙ্গে সঙ্গে অনেকটাই পরিবর্তন এসেছে সুাহানা, অনন্যা এবং শানায়ার। ছবিতে হৃতিক রোশন, তৃষা, আরিয়ান খান, চাঙ্কি পান্ডে, অর্জুন রামপাল, অহন পান্ডেকে বিভিন্ন ম্যাচে তাঁদের সঙ্গে যোগ দিতে দেখা গিয়েছে।
বর্তমানে সুহানা খানের বয়স ২২ বছর। নেটফ্লিক্সের ছবি ‘দ্য আর্চিস’ দিয়ে বলিউডে পা রাখার জন্য প্রস্তুত সে। শানায়ার বয়স ২৩ বছর। রণ জোহরের প্রযোজনায় ‘বেধড়ক’ দিয়ে বলিউডে পা রাখবে সে। অন্যদিকে, বছর ২৪-এর অনন্যা ২০১৮ সালে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ দিয়ে বলিউডে ডেবিউ করেছেন। এরমধ্যে তাঁর চারটি ছবি মুক্তিও পেয়েছে। তাঁকে আগামীতে ‘খো গায়ে হাম কাহা’, ‘ড্রিম গার্ল ২’-এ দেখা যাবে এবং বিক্রমাদিত্য মোতওয়ানfর পরবর্তী শিরোনামহীন ছবিতেও রয়েছেন তিনি।
থ্রোব্যাক ছবিগুলিতে এক নেটিজেনের মন্তব্য, ‘দুজনের মধ্যে বয়সের পার্থক্য কত? প্রথম ছবিতে সুহানাকে ছোটো শিশুর মতো মনে হচ্ছে। আমি সবসময় ভেবেছিলাম তারা একই বয়সী’। অপর একজনের মন্তব্য, ‘সুহানা অন্যান্যদের থেকে অনেকটাই ছোট!'