ভোট তো বটেই রাজনীতির ময়দানে তাঁকে নবাগতা বলা চলে। কিন্তু রাজনীতির ময়দানে যতই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে পা রাখুন না কেন, প্রচারে বিন্দুমাত্র ফাঁক ছাড়বেন না রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি ২০২৪ সালের লোকসভা নির্বাচনে হুগলি কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করবেন। তাঁর বিপরীতে থাকবেন বিজেপির লকেট চট্টোপাধ্যায়। এদিন তিনি তাঁর প্রচার শুরু করলেন।
প্রচার শুরু রচনা বন্দ্যোপাধ্যায়ের
১৬ মার্চ হুগলিতে প্রার্থী হিসেবে প্রচার শুরু করলেন রচনা বন্দ্যোপাধ্যায়। শনিবার তিনি সিঙ্গুর দিয়েই তাঁর প্রচার শুরু করলেন। এদিন তিনি সিঙ্গুরের বিখ্যাত ডাকাত কালী মন্দিরে পুজো দেন। সেখানে পুজো দিয়েই তিনি হুগলিতে লোকসভা নির্বাচনের প্রচার আরম্ভ করে দিলেন।
এদিন এই ডাকাত কালী মন্দিরে অভিনেত্রী তথা তারকা প্রার্থীকে দেখতে ভিড় জমিয়েছিলেন স্থানীয়রা। ভিড় উপচে পড়ে মন্দির চত্বরে। সেখানে শঙ্খ বাজিয়ে, উলু দিয়ে তাঁকে আমন্ত্রণ জানানো হয়। এরপর মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে রচনা ১০৮ জবার মালা দিয়ে মায়ের পুজো দেন। পুজোর সামগ্রীতে ছিল নারকেল, মিষ্টি, তাঁতের শাড়ি। এদিন পুজো দিয়ে নিজের হাতে আরতি করেন রচনা বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি মায়ের আশীর্বাদ নিয়ে বেরিয়ে এসে শুরু করলেন প্রচার।
সিঙ্গুরের লোহাপট্টি সেবা সমিতিতে তিনি হুগলি লোকসভা কেন্দ্রের একাধিক বিধায়ক, সহ তৃণমূল নেতাদের সঙ্গে মিটিং করেন। বাদ দেন না এই কেন্দ্রের তৃণমূল কর্মীদের সঙ্গে সভা করতে।
গত ১০ মে তৃণমূলের জনগর্জন সভা থেকে অন্যান্য প্রার্থীদের সঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়। তারপর এদিন তিনি প্রথম হুগলিতে এসেছেন। জানা গিয়েছে বিকেলে তিনি চুঁচুড়ায় একটি মন্দিরে পুজো দেবেন তারপর সেখানকার মানুষদের সঙ্গে দেখা করে জনসংযোগ বাড়াবেন।
রচনার বিপরীতে লকেট
তবে এদিন রচনা বন্দ্যোপাধ্যায় একা নেই হুগলিতে। তাঁর বিপক্ষে যিনি আছেন অর্থাৎ বিজেপির লকেট চট্টোপাধ্যায় তিনিও এদিন প্রচার করতে হুগলিতে এসেছেন। আর এদিন অর্থাৎ ১৬ মার্চ নির্বাচন কমিশন ২০২৪ সালের লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করবে। এদিন জানা যাবে বাংলায় কবে, কত দফায় ভোট হবে।