টলিউডে শীঘ্রই আরও একটি বিয়ের সানাই বাজতে চলেছে। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ‘আশ্রম’ সিরিজ খ্যাত অভিনেত্রী ত্রিধা চৌধুরী। ২০১৩ সালে সৃজিত মুখোপাধ্যায়ের ‘মিশর রহস্য’ ছবির হাত ধরে ডেবিউ করেছিলেন। তার আগে অবশ্য মডেলিং করতেন তিনি। সেই ছবির পর তাঁকে একাধিক ছবি এবং সিরিজে দেখা গিয়েছে। না, কেবল বাংলা নয়। অন্যান্য একাধিক ভাষাতেও কাজ করেছেন তিনি। ‘আশ্রম’ নামক জনপ্রিয় সিরিজে দেখা গিয়েছিল তাঁকে। প্রকাশ ঝা পরিচালিত এই সিরিজে তাঁর করা চরিত্রটি বেশ জনপ্রিয়তা পায়। ববিতার চরিত্রটি মনে গেঁথে যায় দর্শকদের। মহামারীর সময় মুক্তি পেয়েছিল এই সিরিজটি। এখানে ববি দেওলের সঙ্গে ঘনিষ্ঠ সিনেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। এবার তিনি জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন। কিন্তু কার সঙ্গে বিয়ে করছেন ত্রিধা?
বিয়ের পিঁড়িতে বসছেন ত্রিধা চৌধুরী
ত্রিধা চৌধুরী নিজেই তাঁর বিয়ের কথা জানিয়েছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ত্রিধা জানান তিনি একটি সম্পর্কে রয়েছেন। এও জানান তাঁর প্রেমিক বিনোদন ইন্ডাস্ট্রির সঙ্গেই যুক্ত। কিন্তু কে তিনি, টলিউডের কেউ নাকি বলিউডের সেটা মোটেই জানাননি এখনও। আপাতত গোপন রেখেছেন প্রেমিকের পরিচয়। আপাতত কোর্টশিপে রয়েছেন তাঁরা, কিন্তু শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন বলে জানিয়েছেন। ত্রিধার কথায় আগামী বছরই গাঁটছড়া বাঁধবেন তাঁরা। তবে বাঙালি নিয়ম মেনে নয়, পঞ্জাবি মতে বিয়ে করবেন তাঁরা। গুরুদ্বারে বিয়ে করার ইচ্ছে অভিনেত্রীর। তাঁর ইচ্ছে থেকে অনুমান করা হচ্ছে হয়তো তাঁর প্রেমিক শিখ, সেই জন্যই গুরুদ্বারে বিয়ে করবেন।
আরও পড়ুন: ছোট পর্দায় জুন আন্টির কামব্যাক, কোন ধারাবাহিকে দেখা যাবে উষসীকে?
আরও পড়ুন: মিঠুনকে তাঁর ছেলে নাম ধরে ডাকেন! নমশির কোন কথায় সারেগামাপা-র মঞ্চে কেঁদে ফেললেন মহাগুরু?
কোন কোন প্রজেক্টে দেখা গিয়েছে ত্রিধাকে?
‘মিশর রহস্য’ ছবি দিয়ে কেরিয়ার শুরু করলেও ত্রিধাকে এরপর ‘খাদ’, ‘শেষ থেকে শুরু’, ‘যদি লাভ দিলে না প্রাণে’, ইত্যাদি কাজ করেছেন। এছাড়া হিন্দি এবং দক্ষিণের একাধিক প্রজেক্টেও কাজ করেছেন ত্রিধা।