অগ্রহায়ণ মাস পড়তে না পড়তেই টেলিপাড়ায় একের পর এক বিয়ের সানাই। ইতিমধ্যেই সাত পাক ঘুুরেছেন অভিনেত্রী তানিয়া পাল। আগামি কয়েকদিনের মধ্যেই চার হাত এক হবে ‘লক্ষ্মী কাকিমার’ ছেলে ও বউমা অর্পিতা-স্বর্নেন্দু এবং গাঁটছড়ার 'রুক্মিণী' শ্রীপর্ণার। আর তারপরই তালিকায় রয়েছে সন্দীপ্তার নাম। আগামী ৭ই ডিসেম্বর অর্থাৎ ২২শে অগ্রহায়ণ ছাতনা তলায় বসছেন বাংলা টেলিভিশনের ‘দুর্গা’।
সন্দীপ্তার হবু বরকে তো এতদিনে সকলেই চিনে ফেলেছেন। ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর সিইও সৌম্য মুখোপাধ্যায়ের গলায় মালা দেবেন সন্দীপ্তা। বিয়ের তোড়জোড় চলছে পুরোদমে। হাতে আর মাত্র দু-টো সপ্তাহ। ইতিমধ্যেই শুরু হয়েছে 'আইবুড়ো ভাত' পর্ব। সন্দীপ্তা আর তাঁর হবু বরকে জুটিতে আইবুড়ো ভাত খাওয়ালেন অভিনেত্রীর ঘনিষ্ঠ বান্ধবী ত্বরিতা চট্টোপাধ্যায়।
এলাহি আয়োজনে সন্দীপ্তার আইবুড়ো ভাতের এই পর্ব মিটল। ত্বরিতার শ্বশুরবাড়ির ছাদ আলোয় সাজানো। মাঝখানে পাতা টেবিল-চেয়ার। সেখানেই চলল খাওয়া-দাওয়া। মাটির থালা-বাটিতে খাবার পরিবেশন করেছিলেন ত্বরিতা, চারিদিক গাঁদা ফুলে সাজানো। ত্বরিতার কথায়, ‘ছিমছাম কিন্তু আন্তরিক আয়োজন’। মেনুতে কী কী ছিল? পোলাও, ফিশফ্রাই, স্যালাড, চিংড়ির মালাইকারি,মাটন থেকে শেষপাতে চাটনি ও মিষ্টি, কিছু বাদ দেননি অভিনেত্রী। এই আয়োজনে ত্বরিতার কাঁধে কাঁধ মিলিয়ে সাহায্য করেছেন তাঁর স্বামী সৌরভ।
আইবুড়ো ভাত পর্বের ভিডিয়ো নিজের ইনস্টাগ্রামের দেওয়ালে শেয়ার করেন ত্বরিতা। বিয়ের নাম শুনলেই একটা সময় উলটো পথ ধরতেন সন্দীপ্তা। কিন্তু নাছোড়বান্দা ছিলেন ত্বরিতা। অবশেষে ছাতনা তলায় বান্ধবী, লেগ পুল করার সুযোগ মোটেই হাতছাড়া করা যায় না। ত্বরিতা লেখেন, ‘এই দিনটা আসবে আমি ৮ বছর ধরে জানতাম , তুই কখনোই একমত ছিলিস না, যাই হোক, তোর জন্য রইল এক আকাশ শুভেচ্ছা’।
জামাইবাবু সৌম্যকে রীতিমতো সতর্কবাণী ত্বরিতার, লিখলেন- ‘সৌম্যদা বিয়ের দিন জুতোটা সাবধানে রেখো’। জুতো চুরির রীতি পালন করতে গিয় সৌম্যর মোটা টাকা খসবে তা কিন্তু স্পষ্ট! বান্ধবী ত্বরিতার উদ্দেশে সন্দীপ্তা লিখেন, ‘একদম সত্যি… তুই একমাত্র মানুষ যে এতো কনফিডেন্ট ছিলি এই ব্যাপারে। অনেক ধন্যবাদ আমার এত ভালো বন্ধু হওয়ার জন্য। লাভ ইউ, সৌরভকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে সাজিয়েছিল, মনটা ভরে গেল’।
সন্দীপ্তার বিয়েটা ৭ ডিসেম্বর হলেও আংটি বদল হবে ২ ডিসেম্বর। তবে সৌম্যর সঙ্গে প্রেম নিয়ে কোনওদিনই লুকোছাপা করেননি সন্দীপ্তা। বেশ কয়েক মাস আগেই সিলমোহর দিয়েছিলেন সম্পর্কে। জানা যাচ্ছে, সন্দীপ্তা-সৌম্যর বিয়েটা নাকি দেবেন মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক। বিয়ের দিন ফুশিয়া পিঙ্ক বেনারসি পরার ইচ্ছে রয়েছে সন্দীপ্তার। আর প্যাস্টেল পিঙ্ক শেরওয়ানি আর ধুতি পরবেন বর সৌম্য। আর ২ ডিসেম্বর আংটি বদলের দিন লেহেঙ্গা পরবেন সন্দীপ্তা। আংটি বদলের দিন জমিয়ে নাচ-গান করার ইচ্ছে রয়েছে।