বাংলা নিউজ > বায়োস্কোপ > Pop Singer Dani Li: পেট, পিঠ ও স্তনের চর্বি কমাতে গিয়েছিলেন, অস্ত্রোপচারে প্রাণ গেল পপ তারকার

Pop Singer Dani Li: পেট, পিঠ ও স্তনের চর্বি কমাতে গিয়েছিলেন, অস্ত্রোপচারে প্রাণ গেল পপ তারকার

দানি লি-র মৃত্য়ু

জানা যাচ্ছে, গত(১৯ জানুয়ারি) শুক্রবার দানি লি-র এই অস্ত্রোপচার হয়েছিল। গায়িকা তাঁর পেট ও পিঠের লাইপোসাকশনের পাশাপাশি স্তন ছোট করতে গিয়েছিলেন বলে খবর। দুর্ভাগ্যবশত ব্রাজিলে অস্ত্রোপচার প্রক্রিয়া চলাকালীন তিনি জটিলতার সম্মুখীন হন। বুধবার ২৪ জানুয়ারি তাঁর মৃত্যু হয়।

লাইপোসাকশন সার্জারির সময় জটিলতা, প্রাণ গেল ব্রাজিলিয়ান পপ তারকা দানি লি-র। মৃত্যুকালে দানি লি-র বয়স হয়েছিল ৪২ বছর। মেট্রোর প্রতিবেদনে লেখা হয়েছে, এই মৃত্যু অত্যন্ত দুঃখজনক। ২৪ জানুয়ারি মৃত্যু হয় পপ তারকার।

জানা যাচ্ছে, গত(১৯ জানুয়ারি) শুক্রবার দানি লি-র এই অস্ত্রোপচার হয়েছিল। গায়িকা তাঁর পেট ও পিঠের লাইপোসাকশনের পাশাপাশি স্তন ছোট করতে গিয়েছিলেন বলে খবর। দুর্ভাগ্যবশত ব্রাজিলে অস্ত্রোপচার প্রক্রিয়া চলাকালীন তিনি জটিলতার সম্মুখীন হন। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মিসেস লি, যাঁর আসল নাম ড্যানিয়েল ফনসেকা মাচাদো, বুধবার ২৪ জানুয়ারি তাঁর মৃত্যু হয়। যদিও ঠিক কী কারণে দানি লি-র মৃত্যু হয়েছে তা স্পষ্ট নয়। পুরো ঘটনার তদন্ত করছে ব্রাজিল পুুলিশ।

আরও পড়ুন-‘ইলেকট্রিশিয়ান দাদাকেই বলি, পিছনের দিকের চুলটা ঠিক করে কেটে দাও তো’! রচনাকে একী বললেন মৈত্রেয়ী

আরও পড়ুন-পিতৃহারা অরুণিমা ঘোষ, কাছের মানুষ বাবাকে হারিয়ে শোকে পাথর অভিনেত্রী

ঘটনায় দানি লি-র স্বামী মার্সেলো মিরা মেট্রো-কে  জানিয়েছেন, ‘গোটা ঘটনা আমাদের নাড়িয়ে দিয়েছে। শনিবার দানিকে সমাধিস্থ করা হবে।’ গায়িকার ৭ বছরের এক মেয়েও রয়েছে।  জানা যাচ্ছে, পপ গায়িকাকে অনুরাগীরা যাতে শেষ শ্রদ্ধা জানাতে পারেন, সেজন্য তাঁকে সমাধিস্থ করার আগে বিশেষ একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।এদিকে দানি লি-র মৃত্যুর খবরে হতবাক তাঁর অনুরাগীরা। 

প্রসঙ্গত, ৪২ বছর বয়সী দানি লি-র অন্যতম হিট গান হল 'Eu sou da Amazonia' (আমি আমাজন থেকে এসেছি) এর পরেই তিনি ব্রাজিলে ব্যাপকভাবে পরিচিতি লাভ করেন। দানির জন্ম আমাজন জঙ্গলের আফুয়ায়। মাত্র ৫ বছর বয়স থেকেই গান গাওয়া শুরু করেন তিনি। নিজের শহরে প্রতিভা প্রদর্শনীতে অংশ নেওয়ার পর, তাঁর বয়স যখন মাত্র ১৭ তিনি তখন ম্যাকাপাতে চলে যান। দানি লি শেষ গানটি মাত্র দু'মাস আগে প্রকাশিত হয়েছিল।

এদিকে, একই রকম একটি ঘটনায়, গত বছর জনপ্রিয় ব্রাজিলিয়ান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার লুয়ানা অ্যানড্রেডেরও মৃত্যু হয়েছিল। সাও পাওলোর এক হাসপাতালে হাঁটুতে লাইপোসাকশন সার্জারি করার পর দুঃখজনকভাবে মারা যান লুয়ানা। কসমেটিক পদ্ধতির সময় জটিলতা দেখা দেওয়ার পরে ২৯ বছর বয়সী ইনফ্লুয়েন্সারের ৪ বার কার্ডিয়াক অ্যারেস্টে হয়েছিল বলে জানা যায়।

বায়োস্কোপ খবর

Latest News

১৯ বছর পর বক্স অফিসে মুখোমুখি লড়াইয়ে শাহরুখ-রণবীর! '২৬-এর ইদে কার পাল্লা ভারী? রাত দখলের ডাকে সাড়া দেন চিকিৎসক, বাড়িতে পৌঁছে গেল বেহালা থানার সমন 'বৃষ্টিতে ভিজো না, তোমাদের অসুখ করলে খারাপ লাগবে', জুনিয়র ডাক্তারদের আর্জি মমতার রবিতেও ভারী বৃষ্টি চলবে! ৬০ কিমিতে ঝড় উঠবে কোন কোন জেলায়? কতদিন ভাসবে বাংলা? আগামিকাল জীবনের জট কাটবে? রবিবারে ভাগ্য কেমন থাকবে? জানুন ১৫ সেপ্টেম্বরের রাশিফল কলতান–সঞ্জীবের একসপ্তাহের পুলিশ হেফাজত, ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় নিশিযাপন ‘কলকাতা পুলিশের ক্ষমতা সীমিত’, বিস্ফোরণে এনআইএ তদন্ত চেয়ে শাহকে চিঠি সুকান্তর ‘এলেন,ছড়ালেন,চলে গেলেন’, বিতর্কে বাঁকুড়া মিমসের উন্মেষ,পোস্ট মুছেও পালটা জবাব হিন্দি দিবসে সেলেবরা শেয়ার করলেন তাঁদের প্রিয় লাইন! কথায় কথায় কে কী বলেন ব্যাট ও বলের মধ্যে লাহোর ও করাচির মতো দূরত্ব, তাও আউট, হাস্যকর আম্পায়ারিং পাকে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.