বাংলা নিউজ > বায়োস্কোপ > Uorfi Javed: মানুষ নাকি পাখি? 'অন্তত পুরো পোশাক পরেছে' উরফির বিটকেল সাজে হেসে খুন সকলে

Uorfi Javed: মানুষ নাকি পাখি? 'অন্তত পুরো পোশাক পরেছে' উরফির বিটকেল সাজে হেসে খুন সকলে

উরফির বিটকেল সাজে হেসে খুন সকলে

Uorfi Javed: আবারও মাথা ঘোরানো সাজে ধরা দিলেন উরফি জাভেদ। এই ভয়ঙ্কর গরমে গোটা অঙ্গ ঢেকে ধরা দিলেন ক্যামেরার সামনে। তাঁর সাজ দেখে নেট নাগরিকরা কনফিউজড, যে তিনি কী সাজতে চেয়েছেন পাখি নাকি অন্য গ্রহের জীব?

এই প্যাচপ্যাচে, জঘন্য গরম কেবল একজনের উপর কোনও প্রভাব ফেলেনি, মানে তাঁর সাজ দেখে অন্তত তাই লাগছে আর কী! ভাবছেন কে তিনি? ভারতের ‘সেরা ফ্যাশনিস্তা’, যিনি বারবার তাঁর অদ্ভুত সাজপোশাক দিয়ে সকলের মাথা ঘুরিয়ে দিয়েছেন সেই উরফি জাভেদ।

অনেকেই তাঁকে গালমন্দ করেন, কটাক্ষ করেন যে তিনি ছোট পোশাক পরেন, অল্প সামান্য কাপড়ের টুকরো দিয়েই নাকি তাঁর পোশাক তৈরি হয়ে যায় ইত্যাদি, প্রভৃতি বলে। এবার তিনি সবার মুখ বন্ধ করে দিলেন তাঁর সাজ দিয়ে। সবার মুখে এক প্রকার কুলুপ আঁটলেন তিনি গোটা পোশাক পরে। যদিও এবারের সাজের অনুপ্রেরণা তিনি কোথা থেকে পেয়েছেন সেটা বোঝা মুশকিল। কারও কারও দেখে তাঁকে রবিনো পাখির মতো লাগছে। কারও আবার হৃতিক রোশনের ‘কই মিল গয়া’ ছবির জাদুর মতো।

একটি আকাশি রঙের ফুল স্লিভ পোশাকে এদিন দেখা যায় উরফিকে। এক কাপড়েই তাঁর গোটা শরীর ঢেকে গিয়েছে। মাথা থেকে পা একটাই কাপড়ে মোড়া। কেবল চোখ দুটো এবং ঠোঁটের জায়গাটা কাটা। এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের এই সাজ দেখে হেসে খুন সকলেই।

এক পাপারাৎজির অ্যাকাউন্টের তরফে তাঁর এই ভিডিয়ো পোস্ট করা হয়। সেখানে তাঁকে এই উদ্ভট পোশাক পরে বেরিয়ে আসতে দেখা যায় এক বাড়ি থেকে। এই ভিডিয়ো পোস্ট করে তাঁদের তরফে লেখা হয় 'এটা মানতেই হবে যে তিনি বারবার অদ্ভুত সব সাজ পোশাক পরে সবাইকে চমকে দেন। যা মনে হচ্ছে দেখে, এই গরম তাঁর উপর কোনও প্রভাব ফেলেনি।'

অনেকেই এই পোস্টে মশকরা জুড়েছেন। এক ব্যক্তি লেখেন, 'যাই হোক গোটা পোশাক পরেছেন।' আরেক ব্যক্তি লেখেন, 'এইটা তো জাদু!' অন্য এক নেটিজেন মশকরা করে লেখেন, 'উরফি ভাবেন হয় পোশাক পরবই না, নইলে এমন পরব যে গায়ের কোনও অংশই দেখা যাবে না।'

বন্ধ করুন