মঞ্চে রামলীলা চলাকালীনই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান অভিনেতা। প্রয়াত অভিনেতার নাম রাজেন্দ্র সিং। বয়স ৬২ বছর। মঞ্চে এদিন দশরথের চরিত্রে অভিনয় করছিলেন তিনি। আচমকা দৃশ্যের মাঝে হৃদরোগে আক্রান্ত হয়ে, না ফেরার দেশে চলে যান।
উত্তরপ্রদেশের বিজনোরের আফজলগড়ের হাসানপুর গ্রামের ঘটনা। বৃহস্পতিবার রাতে রামলীলার পাঠ চলছিল। মঞ্চে তখন রামের বনবাস গমনের দৃশ্য চলছিল। পুত্রশোকে কাতর রাজা দশরথ। রামকে জঙ্গল থেকে ফিরিয়ে আনার জন্য মন্ত্রী সুমন্তকে নির্দেশ দিয়েছিলেন তিনি। রাজার নির্দেশ পালন করতে রামকে ফিরিয়ে আনতেও যান মন্ত্রী সুমন্ত। কিন্তু তাঁকে ফিরতে হয়েছে খালি হাতে। মন্ত্রী সুমন্তকে খালি হাতে ফিরতে দেখে পুত্রশোকে কাতর হয়ে ওঠেন বৃদ্ধ রাজা দশরথ।
এমন সময়ই ঘটল অঘটন। মঞ্চে 'রাম' নাম করে চিৎকার করে চলেছেন তিনি। 'রাম' নাম চিৎকার করতে করতেই মঞ্চের উপর পড়ে যান অভিনেতা রাজেন্দ্র সিং। সেখানে হৃদরোগে আক্রান্ত হন। দর্শক তাঁর অভিনয়ে যখন মুগ্ধ এবং হাততালি দিচ্ছেন। কিন্তু বেশ কিছুক্ষণ পরও যখন তিনি উঠে দাঁড়াননি, তখনই সকলে বুঝতে পারেন প্রবীন অভিনেতা আর নেই।
তড়িঘড়ি রামলীলার পাঠ বন্ধ করে দেওয়া হয়। রাজেন্দ্র সিং-এর প্রয়ানে শোক প্রকাশ করেছেন সহ অভিনেতারা। বিগত প্রায় ২০ বছর ধরে রাজা দশরথের ভূমিকায় অভিনয় করছেন প্রয়াত অভিনেতা। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গ্রামে।