বাংলা সিনেমার স্বর্ণ যুগের অন্যতম খ্যাতনামা অভিনেতা ছিলেন উৎপল দত্ত। তাঁর অভিনয় বারংবার মুগ্ধ হয়েছেন সকলে। নেতিবাচক চরিত্র হোক বা হাসির সবেতেই সাবলীল তিনি। আজও অনেকেই ফেলুদার মগনলাল মেঘরাজ বললে তাঁকেই বোঝেন। কিংবা হীরক রাজা! কিন্তু জানেন কি তিনি সিনে জগতে তিনি কেন পা রাখেন? কী করে আসেন তিনি এখানে?
সিনে জগতে পা রেখেছিলেন কেন উৎপল দত্ত?
উৎপল দত্ত নাটক অন্ত প্রাণ ছিলেন। থিয়েটারের মঞ্চই ছিল তাঁর জগৎ। কিন্তু একটা সময় সেই নাটকের মঞ্চকে ছেড়ে আসেন সিনে জগতে। তবুও তাঁর সিনেমায় ডেবিউ করার কারণই ছিল নাটক। হ্যাঁ, একেবারেই তাই। নাটকের মঞ্চের জন্যই তিনি পর্দায় আত্মপ্রকাশ করেন। কিন্তু কেন?
উৎপল দত্ত বিপুল দেনায় জড়িয়ে পড়েছিলেন। তবে নিজের জন্য করা দেনা মেটাতে তিনি সিনে জগতে আসেননি। বরং মিনার্ভা থিয়েটারকে বাঁচাতে তিনি এই পদক্ষেপ নেন। ১৯৫০ দশকের শেষ দিকে মিনার্ভা থিয়েটারকে তিনি লিজে নিয়েছিলেন। আর সেই লিজ নিতে গিয়েই তাঁর বিপুল দেনা হয়ে যায়। সেটা শোধ করার জন্যই প্রাথমিক ভাবে তিনি সিনেমায় যুক্ত হন। পরে তিনিই টলিউডের অন্যতম প্রবাদপ্রতিম অভিনেতা হয়ে ওঠেন।
যদিও বর্তমানে সেই কথা সকলে ভুলে গিয়েছেন। এখন সকলের কাছেই তিনি একজন সুদক্ষ অভিনেতা যিনি বাংলা এবং হিন্দি সিনেমা যে কোনও মজার বা নেতিবাচক চরিত্র ফুটিয়ে তুলতে পারতেন।