১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে। ভালোবাসার দিবসে প্রেমিক-প্রেমিকারা নিজেদের ভালোবাসার মানুষকে আদরে ভরিয়ে দিচ্ছেন। তেমনি ঘড়ির কাঁটায় রাত বারোটা বাজতেই প্রেমিকা তথা স্বস্তিকা দত্তকে প্রেম দিবসের শুভেচ্ছা জানিয়ে আদুরে পোস্ট করেন গায়ক শোভন গঙ্গোপাধ্য়ায়।
রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রিয় মানুষটিকে বিশেষ বার্তা দিয়ে পোস্ট করছেন তারকা থেকে সাধারণ মানুষ। এ দিন সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকার সঙ্গে একটি ছবির কোলাজ শেয়ার করেছেন তিনি। কোলাজের ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছে। জুটির একসঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি ভেসে উঠেছে ভিডিয়োর মধ্যে। রিল ভিডিয়ো শেয়ার করে শোভন লিখেছেন, 'শুভ প্রেম দিবস।' ভিডিয়োতে কমেন্ট করেছেন স্বস্তিকাও।
রিল ভিডিয়োতে আদুরে কমেন্টে স্বস্তিকা লেখেন, 'মার খাবি?' সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। দেখে বোঝাই যাচ্ছে, মজার ছলে কমেন্ট করেছেন তিনি। জুটির সোশ্যাল মিডিয়া পিডিএ আগাগোরাই নজর কাড়ে অনুরাগীদের।
টলিপাড়ার অত্যন্ত চেনা জুটি অভিনেত্রী স্বস্তিকা দত্ত এবং গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। প্রায় একবছর ধরে সম্পর্ক তাঁদের। সম্প্রতি প্রোপোজ ডে-তে কলকাতার এক সংবাদমাধ্যমকে স্বস্তিকা জানিয়েছেন, কোনও বলিউডি কায়দায় নয়, তাঁর সঙ্গে শোভনের প্রেমের শুরু বন্ধুত্ব দিয়ে। দু’জনের মধ্যে কে প্রেমের কথা বলতে প্রথমে এগিয়ে এসেছিলেন, তা অবশ্য মনে করতে পারেননি অভিনেত্রী।