বাংলা নিউজ > বায়োস্কোপ > টাকায় পোষায়নি বলে অনেক প্রজেক্ট ছেড়েছেন কৃতি, শুনে কী বললেন বরুণ ধাওয়ান?

টাকায় পোষায়নি বলে অনেক প্রজেক্ট ছেড়েছেন কৃতি, শুনে কী বললেন বরুণ ধাওয়ান?

বরুণ-কৃতির তর্ক

Varun Dhawan to Kriti Sanon: বরুণ ধাওয়ান কৃতি শ্যাননকে কী বললেন কাজের জন্য বেশি অর্থ চাওয়ার পর? দেখুন।

বরুণ ধাওয়ান এবং কৃতি শ্যাননকে সম্প্রতি একটি ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় তাঁদের কী কখনও কোনও প্রজেক্ট ছাড়তে হয়েছে তাঁরা বেশি টাকা চেয়েছেন বলে? কৃতি জানান, তিনি একাধিক ছবির কাজ ছেড়ে দিয়েছেন কারণ সেই কাজের জন্য যতটা অর্থ তাঁর সঠিক বনে মনে হয়েছে সেটা চেয়েছেন এবং পাননি। এটার উত্তরে বরুণ বলেন, সেই প্রথম নয়, এর আগেও বহু অভিনেত্রী তাঁদের নিজেদের জন্য স্ট্যান্ড নিয়েছেন, এবং কম অর্থের বিনিময়ে কাজ করতে চাননি।

বরুণ এবং কৃতি এখন ভীষণ ব্যস্ত তাঁদের আগামী ছবি 'ভেড়িয়া' এর প্রচারে। ছবিটি আগামী ২৫ তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। ভেড়িয়া ছবিটির পরিচালনা করেছেন অমর কৌশিক। এটি একটি হরর কমেডি ঘরানার ছবি। Reddit সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে বরুণ এবং কৃতি তাঁদের আগামী ছবি ভেড়িয়ার প্রচারে গিয়েছেন। আর সেখানেই তাঁরা তাঁদের কাজ এবং সেই সংক্রান্ত অর্থের বিষয় নিয়ে আলোচনা করেন।

এই ভিডিয়োয় কৃতি শ্যানন জানান, 'বেশি টাকা চাওয়ার জন্য কাজ হারিয়েছি কিনা বলতে পারব না, কিন্তু যে কাজের জন্য যতটা অর্থ আমার মনে হয়েছে সেটা না পাওয়ায় মানা করে দিয়েছি। তবে হ্যাঁ ছবিটা যদি আমার পছন্দ হত আর আমি ছবিটির কাজ ছাড়তে চাইতাম না তাহলে হয়তো...' এটার পরেই বরুণ বলে ওঠেন, 'আমি শুধু বলতে চাই, আমার মনে প্রতিটি অভিনেতার কাছেই টাকাটা কোনও ফ্যাক্টর নয় যদি তাঁদের ছবিটা ভালো লেগে থাকে।'

বরুণের কথার প্রেক্ষিতে কৃতি বলেন, 'কিন্তু বরুণ, সত্যি বলতে আমি এটা আমার জীবন দিয়ে বুঝেছি, কারণ আমি এরকমই। তোমাকে একটা ভারসাম্য বজায় রাখতেই হবে, নিজে দাম দিতেই হবে আর তুমিই এটা আমায় বলেছিলে।' বরুণ তখন কৃতিকে মনে করিয়ে তিনি যখন অক্টোবর বা বাদলাপুরের মতো ছবি করেছেন তখন টাকা পয়সা নিয়ে কোনও আলোচনাই হয়নি, কারণ তিনি ছবিগুলো করতে চেয়েছেন।

এই কথার উত্তরে কৃতি জানান, তিনিও একাধিক বার অনেক কম টাকায় ছবি করেছেন, কিন্তু কখনও কখনও মনে হয় মানুষ আপনাকে ঠকিয়ে নিচ্ছে, আপনার যা মূল্য সেটা দিচ্ছে না। বরুণ এই বিষয়ে তাঁর কথায় সম্মতি জানান, এবং বলেন, 'হ্যাঁ, এমনটা হলে নিজের জন্য নিজেকে রুখে দাঁড়াতে হবে। আর এটা মহিলাদের সঙ্গে বেশি হয়। টাকার বিষয় এলেই নানান সমস্যা দেখা দেয়। কিন্তু আমি এমন একাধিক সহ মহিলা অভিনেতাকে চিনি যাঁরা এখন ভীষণ খুশি তাঁদের পারিশ্রমিক নিয়ে।'

এটার উত্তরে কৃতি তাঁকে বলেন, ' সেটা হয়েছে কারণ তাঁরা নিজেদের হয়ে রুখে দাঁড়িয়েছেন, কথা বলেছেন।' তখন বরুণ বলে, হ্যাঁ ঠিকই, কিন্তু তাঁরা কৃতির বহু আগে থেকেই এটা করে আসছে। নতুন কিছু নয়।

এই ভিডিয়ো নিয়ে দর্শকদের নানান মত দেখতে পাওয়া যায়। কেউ লিখেছেন, 'কৃতি কী ভেবেছিলেন তিনিই প্রথম যিনি সমান পারিশ্রমিকের কথা বলেছেন?' আরেকজন লেখেন, 'হাহা কৃতি এটা ভেবে কষ্ট পাচ্ছে তাঁর জুনিয়ররা তাঁর থেকে বেশি রোজগার করছেন।'

বায়োস্কোপ খবর

Latest News

রাজনৈতিক অভিসন্ধিতেই কি কলকাতায় আসে রাজারাম?‌ উত্তরে অনীহা ধৃত জঙ্গির ‘দিল চাহতা হ্যায়’এর প্রস্তাব ফিরিয়েছি, কারণ সে সময় আমি শুধুই মা হতে চেয়েছিলাম' 'যারা ভোট লুঠ করতে চাইছে, তাদের জন্য এবার…' সুপ্রিম রায় নিয়ে উচ্ছসিত মোদী স্নান করে শুধু মুখে জল খেতে নেই, এমনই বলেন অনেকে! কেন জানেন, কী বলছে বিজ্ঞান ভোট দিয়ে বাড়িতে যেতেই মৃত্যু ৯১ বছরের বৃদ্ধার, মর্মান্তিক ঘটনা কর্ণাটকে স্লো উইকেটে ২০৭ করতে পারে না, আবার টার্গেট ৩০০, হেডের সমালোচনায় হার্শেল গিবস ব্রালেট কাটিং ব্লেজার পরে বোল্ড লুকে ভূমি, এই পোশাকের দাম জানলে চমকে উঠবেন ৪৪ বছরের রেকর্ড তাপমাত্রা, কর্মীদের স্বার্থে একগুচ্ছ সিদ্ধান্ত কলকাতা পুরসভার ইভিএম নিয়ে দুটি বিরাট নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, ভোট দেওয়ার আগে জেনে নিন প্রার্থীপদ বাতিল হতেই ছুটলেন আদালতে, কিন্তু সুরাহা পেলেন না দেবাশিস ধর

Latest IPL News

স্লো উইকেটে ২০৭ করতে পারে না, আবার টার্গেট ৩০০, হেডের সমালোচনায় হার্শেল গিবস মাত্র ৮ ম্যাচেই ১০০ ছক্কা, রেকর্ড বুকে নাম উঠল সানরাইজার্স হায়দরাবাদের সামাদ আউট হতেই মুখ বেঁকিয়ে অঙ্গভঙ্গি, নেটপাড়ায় ভাইরাল কাব্য মারানের প্রতিক্রিয়া SRH-কে হারানোর পর, RCB-র প্লে-অফে ওঠার ক্ষীণ আলো দেখা গিয়েছে, তবে অঙ্কটা জটিল তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের ১৪-১৫ ওভার ব্যাট করে, ১১৮ স্ট্রাইকরেট মানা যায় না- কোহলিকে ধুইয়ে দিলেন গাভাসকর টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.