বাংলা নিউজ > বায়োস্কোপ > Vicky-Katrina: বাড়ি থেকে 'Good News' শোনানোর জন্য তাঁর আর ক্যাটরিনার উপর চাপ আসছে? মুখ খুললেন ভিকি

Vicky-Katrina: বাড়ি থেকে 'Good News' শোনানোর জন্য তাঁর আর ক্যাটরিনার উপর চাপ আসছে? মুখ খুললেন ভিকি

ভিকি-ক্যাটরিনা

ভিকি বলেন, ‘না, ভাই আমার পরিবারে কেউই আমাদের সুখবর শোনানোর জন্য চাপ দিচ্ছেন না। সকলেই এবিষয়ে COOL।’ ভিকিকে প্রশ্ন করা হয় ক্যাটরিনার সঙ্গে ডেটিং-এর খবর বাড়িতে কাকে সবথেকে প্রথম বলেছিলেন ভিকি? অভিনেতা উত্তরে জানান 'বাবা-মা। ওঁদের আমি একই সঙ্গে কথাটা জানিয়েছিলাম।

প্রেমের গুঞ্জন ছিলই, তবে সকলকে চমকে দিয়ে ২০২১-এ হঠাৎই ক্যাটরিনা কাইফের সঙ্গে বিয়েটা সেরে ফেলেন ভিকি কৌশল। ক্যাটরিনা ও ভিকির বিয়ের বিষয়ে বিশেষ কেউ-ই জানতেন না। রাজস্থানে শুধুমাত্র দুই পরিবারের কাছের মানুষদের উপস্থিতিতে তাঁদের বিয়ের অনুষ্ঠান হয়েছিল। নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিয়ের খবর জানিয়েছিলেন ভিকি-ক্যাট। 

তবে বিয়ের পর প্রায় দেড় বছরেরও বেশি সময় পার হয়েছে। একসঙ্গেই সুখেই দাম্পত্য জীবন কাটাচ্ছেন ভিকি-ক্যাটরিনা। মাঝে ক্যাটরিনা অন্তঃসত্ত্বা হওয়ার খবরও ছড়িয়েছিল। তবে সেটা ছিল নিছকই রটনা। তবে যেকোনও ভারতীয় দম্পতিকেই বিয়ের পর তাঁদের পরিবারের কাছ থেকে 'সুখবর' শোনানোর কথা শুনতে হয়। অনেককেই আত্মীয়-পরিবারের থেকে আসা এমন কথাবার্তায় অতিষ্ঠও হয়ে উঠতে হয়। ভিকি ও ক্যাটরিনার ক্ষেত্রেও কি তাই? এবিষয়ে মুখ খুলেছেন ভিকি কৌশল।

আরও পড়ুন-মা মুসলিম, বাবা ক্রিশ্চান, আর আমি কৃষ্ণের টানে আজ বৈষ্ণব, জানালেন মায়াপুরের সন্ন্যাসিনী

আরও পড়ুন-ক্যাটরিনার ভালোবাসা নিয়ে সংশয় ছিল, অকপট ভিকি

ভিকি বলেন, ‘না, ভাই আমার পরিবারে কেউই আমাদের সুখবর শোনানোর জন্য চাপ দিচ্ছেন না। সকলেই এবিষয়ে COOL।’ ভিকিকে প্রশ্ন করা হয় ক্যাটরিনার সঙ্গে ডেটিং-এর খবর বাড়িতে কাকে সবথেকে প্রথম বলেছিলেন ভিকি? অভিনেতা উত্তরে জানান 'বাবা-মা। ওঁদের আমি একই সঙ্গে কথাটা জানিয়েছিলাম।' তাঁরা বিশ্বাস করেছিলেন কি? এমন প্রশ্ন ভিকি কৌশল জানান, 'হ্যাঁ, করেছিলেন বলেই তো মনে হয়।'

প্রসঙ্গত, একই সাক্ষাৎকারে ভিকি বলেছিলেন, ক্যাটরিনা তাঁকে 'অ্যাটেনশন' দিচ্ছেন একথা নাকি তাঁর প্রথমে বিশ্বাসই হয়নি। তাঁর প্রতি ক্যাটরিনার ভালোবাসার কথা জেনে ভিকির নাকি প্রতিক্রিয়া ছিল, ‘তুমি ঠিক আছো তো?’ তবে ভিকি জানিয়েছেন, তিনি ক্যাটরিনার সঙ্গে ধীরে ধীরে মিশে বুঝতে পারেন যে অভিনেত্রী মনের দিক থেকে কতটা ‘খাঁটি’। আর তখনই ভিকিরও উপলব্ধি হয়েছিল, যে তিনিও ক্যাটরিনাকেই জীবনসঙ্গী হিসাবে চান। ভিকির কথায়, ক্যাটরিনার 'স্টারডম' কখনও তাঁদের সম্পর্কের বাধা হয়ে ওঠেনি। তিনি ব্যক্তি ক্যাটরিনার প্রেমে পড়েছিলেন।

 

বন্ধ করুন