বিজয় সেতুপতি এখন কেবল দক্ষিণেই নয়, বলিউডেও চুটিয়ে কাজ করছেন। কয়েক মাস আগে জওয়ান ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। এবার আসছে তাঁকে মেরি ক্রিসমাস। এই ছবিতে তিনি ক্যাটরিনা কাইফের বিপরীতে অভিনয় করেছেন। সদ্যই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। তার মধ্যেই তিনি জানালেন যে তাঁর লাল সিং চাড্ডা ছবিতে কাজ করার কথা ছিল।
লাল সিং চাড্ডা ছবিতে কাজ করার কথা ছিল বিজয়ের
সম্প্রতি ম্যাশাবেলকে দেওয়া একটি সাক্ষাৎকারে বিজয় জানিয়েছেন যে তাঁকে প্রাথমিক ভাবে লাল সিং চাড্ডা ছবির জন্য বাছা হয়েছিল। সেই কথা মনে করে তিনি জানান যে মুম্বইতে আমির খানের বাড়িতে পর্যন্ত তিনি এসেছিলেন এটার বিষয়ে কথা বলতে।
প্রথমে বিজয় সেতুপতির সঙ্গে মিটিং হয় ছবির পরিচালকের। তারপর আমির খানও তাঁর সঙ্গে দেখা করতে চান। বিজয় জানান সেটাই ছিল প্রথমবার যখন তিনি মুম্বইতে কোনও তারকার বাড়িতে গিয়েছিলেন। মিস্টার পারফেকশনিস্টের বাড়িতে গিয়ে কফি, সিগারেট খেতে খেতে তাঁরা নানা বিষয়ে আলোচনা করেন। এরপর আমির খান খোদ তাঁকে বিমানবন্দরে ছেড়ে আসেন। কিন্তু শেষ পর্যন্ত আর এই ছবিটি করেননি বিজয় সেতুপতি।
লাল সিং চাড্ডার প্রসঙ্গে
জনপ্রিয় হলিউড ছবি ফরেস্ট গাম্পের হিন্দি রিমেক ছিল লাল সিং চাড্ডা। টম হ্যাঙ্কসের এই ছবির হিন্দি রিমেক ২০২২ সালে মুক্তি পায় যা বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছিল। এখানে আমির খানের সঙ্গে করিনা কাপুর খানকে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল।