ভারতের অন্যতম ভার্সেটাইল, গুণী অভিনেতা ইরফান খানের জন্মদিন সদ্যই পালিত হল। তিনি ২০২০ সালে ইহলোক ত্যাগ করেছেন। তাঁর জন্মদিনে শ্রদ্ধা জানানোর জন্য তাঁরই একটি উদ্ধৃতিকে বেছে নেন বিরাট কোহলি। এটা যে কেবল একটা উদ্ধৃতি সেটা নয়, একই সঙ্গে এটা একটা জীবনবোধ, শিক্ষাও বটে!
ইরফান খান তাঁর গোটা জীবন দিয়ে বহু মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছেন, স্বপ্ন দেখতে শিখিয়েছেন। শুধু তাই নয়, তিনি তাঁর ভাবনা, আইডিয়া দিয়ে মানুষকে নানান শিক্ষাও দিয়েছেন। তিনি যেমন ভালো একজন অভিনেতা ছিলেন, তেমনই ভালো মানুষ ছিলেন। টম হ্যাঙ্কস তো তাঁকে একবার 'কুলেস্ট গাই ইন দ্য রুম' বলে অ্যাখ্যা দিয়েছিলেন। তাঁর কথা, তাঁর জীবন অনেককে উদ্বুদ্ধ করেছে। আর এই অনেক মানুষের ভিড়ে অন্যতম হলেন বিরাট কোহলি।
ইনস্টাগ্রাম স্টোরিজে এবং টুইটারে এই ভারতীয় ডানহাতি ব্যাটসম্যান ইরফান খানের একটি উদ্ধৃতি পোস্ট করেন। সেখানে লেখে ছিল, 'নাম, খ্যাতি পাওয়ার আশা করা, সেটার জন্য ছুটে মরা একটা রোগ। আর আমি চাই যাতে আমি একদিন এই রোগ, এই চাওয়া থেকে মুক্ত হতে পারি। এমন জায়গায় যেতে চাই যেখানে নাম-খ্যাতি কিছু ম্যাটার করে না। সেখানে কেবল জীবন উপভোগ করা যাবে। আর ভালো থাকাটাই যথেষ্ট হবে।'

বিরাটের ইনস্টাগ্রাম স্টোরিজ
শুধু তাই নয়, বিরাট কোহলি টম হ্যাঙ্কসের একটি ভিডিয়ো শেয়ার করেন সেখানে তিনি লেখেন, 'ইস, যদি আমি জানতাম এটাও এক সময় কেটে যাবে! তোমার খারাপ লাগছে এখন? তুমি দুঃখ পাচ্ছ? রাগ হচ্ছে তোমার? তাহলে জেনো এটাও একসময় কেটে যাবে। তুমি ভালো থাকবে। তুমি তখন বুঝবে যে তুমি সব উত্তর পেয়ে গেছ। তুমি অনুভব করবে যে সবাই তোমায় পেয়ে গেছে।'
কিছুদিন আগেই বিরাট কোহলি এবং তাঁর ঘরণী অনুষ্কা শর্মা বাবা নিম করোলির আশ্রমে গিয়েছিলেন। সেখানে তাঁরা ভক্তি সহ আরাধনা করেন। প্রার্থনা করেন। তারপর সেখানকার গরীব মানুষদের মধ্যে কম্বল বিতরণ করেন।