হাসপাতালে ভর্তি বিশাল দাদলানি। হাসপাতালের বিছানায় শুয়ে ছবি শেয়ার করলেন গায়ক। কিন্তু কী হয়েছে তাঁর? এখনই বা কেমন আছেন? কী জানালেন তিনি?
হাসপাতালে ভর্তি বিশাল দাদলানি
সম্প্রতি হাসপতালে ভর্তি হয়েছেন বিশাল দাদলানি। তাঁকে এখন মূলত ইন্ডিয়ান আইডল ১৪ -তে বিচারক হিসেবে দেখা যাচ্ছে শ্রেয়া ঘোষাল এবং কুমার শানুর সঙ্গে। কিন্তু আচমকাই এভাবে হাসপাতাল থেকে ছবি শেয়ার করায় ঘাবড়ে গিয়েছেন অনেকেই। কী হয়েছে তাঁর? এই ছবিটি পোস্ট করে বিশাল লেখেন, 'কী হয়েছে জানতে চাইবেন না। এটা ভুল প্রশ্ন একটা। বরং জিজ্ঞেস করুন অভিজ্ঞতা কেমন? আমি বলব দুর্দান্ত। ডর কে কেয়া জিনা। ভালো ভাবে বাঁচো বন্ধুরা।' একই সঙ্গে তিনি সকলের থেকে ক্ষমাও চান আচমকা এভাবে হাসপাতালে ভর্তি হওয়ার জন্য।
আরও পড়ুন: 'একটুও দ্বিধাবোধ করিনি' নেটফ্লিক্স-হটস্টারের কাছে ফোন করে কাজ চেয়েছিলেন সুস্মিতা
আরও পড়ুন: ভালো খেলেও স্ত্রীর মন জয় করতে ব্যর্থ শামি, আক্ষেপ করে হাসিন বললেন, 'ওর জন্য আমরা ৩ জনেই...'
ছবিতে তাঁকে একটি সাদা টিশার্টের সঙ্গে নীল ট্র্যাক প্যান্ট পরে শুয়ে থাকতে দেখা যাচ্ছে। তাঁর বাঁ পায়ের নিচে একটা বালিশ রাখা। এদিকে হাসিমুখে ইয়ো সাইন দেখাচ্ছেন তিনি।
কে কী বলছেন?
বিশাল দাদলানির এই পোস্ট দেখে চমকে গিয়েছেন অনেকেই। পছন্দের গায়কের কী হয়েছে সেটা ভেবেও হয়রান হচ্ছেন অনেকেই। এক ব্যক্তি গায়কের নিষেধ সত্বেও জিজ্ঞেস করেন, 'কী হয়েছে স্যার আপনার?' এক ব্যক্তি আবার লেখেন, 'জিজ্ঞেস করব না স্যার, যাই হোক আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।' অনেকেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। কেউ কেউ আবার জানতে চেয়েছেন যে কেন তিনি হাসপাতালে ভর্তি, এখন কেমন আছেন। যদিও কোনও উত্তর দেননি তিনি।