চলতি বছরে পরপর দুটো ব্লকবাস্টার হিট দিয়েছেন শাহরুখ খান। প্রথমে পাঠান আর তারপর জওয়ান। আর এই কারণেই কি তিনি চক্ষুশূল হয়ে উঠেছেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে, কাশ্মীর ফাইলস, ভ্যাক্সিন ওয়ারের মতো সিনেমার পরিচালক বিবেক অগ্নিহোত্রী কটাক্ষ করলেন শাহরুখের সিনেমা নিয়ে। পাঠান আর জওয়ানকে বললেন, ‘সুপারফিশিয়াল’। অর্থাৎ, সিনেমাগুলির কোনও গভীরতা বা বুদ্ধিমত্তা নেই।
সিদ্ধার্থ কান্নানের সঙ্গে এক সাক্ষাৎকারে বিবেককে বলতে শোনা যায়, ‘আমি মনে করি তাঁর সাম্প্রতিক ছবিগুলো খুবই সুপারফিশিয়াল। তিনি এর থেকে অনেক ভালো করতে পারেন। হ্যাঁ ছবিগুলি সম্প্রতি মুক্তি পেয়েছে, আমি সেগুলোর কথা বলছি। আমি যেগুলো দেখেছি, সেগুলো আমার কাছে খুবই ভাসাভাসা মনে হয়েছে। সিনেমাগুলি একটি অ্যাকশন মুভির পর্যায়ে ঠিক আছে, কিন্তু সেগুলিতে চলচ্চিত্র নির্মাণের মান নেই কোনও।’
৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়া শাহরুখ খানের ছবি জওয়ান আশাতীত সাফল্য পেয়েছে। ইতিমধ্যেই তা ঘরোয়া বক্স অফিসে ৬০০ কোটির ঘরে প্রবেশ করে ফেলেছে। বর্তমানে জওয়ান তার তৃতীয় সপ্তাহে, নতুন রিলিজগুলিকেও কড়া টক্কর দিচ্ছে। যার মধ্যে রয়েছে বিবেক অগ্নিহোত্রীর দ্য ভ্যাকসিন ওয়ার। ২৮ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার পর ঘরোয়া বক্স অফিসে এটি এখন পর্যন্ত আয় করেছে মাত্র ৭.২৫ কোটি।
এর আগে যখন একজন ভক্ত বিবেককে SRK অভিনীত জওয়ানের সঙ্গে বক্স-অফিসে সংঘর্ষের চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন, তখন পরিচালককে জবাব দিতে দেখা যায়, ‘আমরা বলিউডের খেলায় নেই এবং 'ক্ল্যাশ' ইত্যাদির মতো শর্তগুলি তারকা এবং মিডিয়ার জন্য। আমি গ্যারান্টি দিতে পারি এসআরকে-এর জওয়ান সর্বকালের ব্লকবাস্টার হবে। কিন্তু এটি দেখার পর অনুগ্রহ করে আমাদের ছোট্ট সিনেমাটিও দেখুন। যা ভারতের সর্বশ্রেষ্ঠ বিজয় সম্পর্কে বলে। #দ্য ভ্যাকসিনওয়ার।’
প্রসঙ্গত, কাশ্মীরে ১৯৯০ সালে হিন্দু পন্ডিতদের উপর হওয়া অত্যাচার নিয়ে দ্য় কাশ্মীর ফাইলস বানিয়েছিলেন বিবেক। ২০২২ সালে সুপারহিট হয় সেই সিনেমা। ৩০০ কোটির উপর ব্যবসাও করে। এরপর ভারতীয় বিজ্ঞানীদের করোনার টিকা আবিষ্কারের লড়াই তুলে ধরতে বিবেক ২০২৩ সালে নিয়ে আসেন ‘দ্য ভ্যাক্সিন ওয়ার’। তবে এবার সাফল্য এল না বক্স অফিস থেকে। ‘দ্য ভ্যাক্সিন ওয়ার’-এ অভিনয় করেছেন নানা পাটেকর, পল্লবী যোশি, রাইমা সেন, অনুপম খেররা। ভারতের প্রথম বায়োসায়েন্স ভিত্তিক সিনেমা ছিল এটি। কিন্তু জওয়ান, ফুকরে ৩-এর সঙ্গে লড়াইয়ে পিছিয়ে পড়ল একেবারে।