দরজায় কড়া নাড়ছে ওয়ার্ল্ড কাপ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) বুধবারক্রিকেট বিশ্বকাপ 2023-এর থিম সংটি উন্মোচন করেছে। 'দিল জশন বোলে' ইতিমধ্যেই হিট। এই গানে দেখা মিলল অভিনেতা রণবীর সিং এবং ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী ভার্মাকে। সঙ্গীত দিয়েছেন প্রীতম এবং গানের কথা শ্লোকে লাল, সাভেরি ভার্মার।
এই প্রথম ভারত এককভাবে আয়োজন করছে ওয়ান ডে বিশ্বকাপ। তাই এবারের উন্মাদনা একেবারে আলাদাই। থিম সং মুক্তি পেতে তা যেন কয়েকগুণ বেড়ে গেল। দেখা গেল একটি এক্সপ্রেস ট্রেনের মধ্যে জমিয়ে নাচ করছেন রণবীর আর ধনশ্রী। আর এই ট্রেনের নাম রাখা হয়েছে ‘ওয়ান ডে এক্সপ্রেস’।
অ্যান্থেম লঞ্চের বিষয়ে বলতে গিয়ে, সুপারস্টার রণবীর সিং জানালেন, ‘একজন কঠিন ক্রিকেট ভক্ত হিসেবে আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর জন্য এই অ্যান্থেম লঞ্চের অংশ হওয়া সত্যিই আমার জন্য সম্মানের। এটি একটি উদযাপন। এমনিতেও এই খেলার জন্য আমরা সবাই পাগল।’
মিউজিশিয়ান প্রীতম নিজের অভিজ্ঞতা শেয়ার করে বললেন, ‘ক্রিকেট হল ভারতের সবচেয়ে বড় আবেগ। এবং সর্বকালের সবচেয়ে বড় বিশ্বকাপের জন্য 'দিল জশন বোলে' রচনা করা আমার জন্য অসাধারণ সম্মানের বিষয়। এই গানটি শুধুমাত্র 1.4 বিলিয়ন ভারতীয় ভক্তদের জন্য নয়, পুরো বিশ্বের জন্যই। গোটা পৃথিবীর লোক ভারতে আসবে এবং সর্বকালের সবচেয়ে বড় উদযাপনের অংশ হবে।’
১২ বছর পর ভারতের মাটিতে আয়োজিত হচ্ছে বিশ্বকাপ। আর বাকি মাত্র ১৪ দিন। অক্টোবরের ৫ তারিখ থেকে জমজমাট সেলিব্রেশন।
'দিল জশন বোলে'-তে রণবীরকে পাওয়া গেল নেভি ব্লু রংয়ের শার্ট, মেরুন ব্লেজার, নীল রঙের টাই আর হ্যাটে। বিশ্বকাপের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান হবে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। উদ্বোধনী ম্যাচ খেলবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।
তবে এত কিছুর মধ্যেও দিল ‘দিল জশন বোলে’ একটা বাংলা বানান ভুল চোখে পড়েছে নেট-নাগরিকদের। দেখা যাচ্ছে ওয়ান ডে এক্সপ্রেসের ডিজিটাল ডিসপ্লে বোর্ডে ফুটে উঠছে জোশ কথাটা। আর বাংলায় এসেই বানান ভুল। ‘জোশ’ হয়ে গেল ‘জাশ’। এই ব্যাপারটা বাঙালি ক্রিকেট প্রেমীদের কপালে বেশ ভাঁজ ফেলেছে।