আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই ইয়ামি গৌতম এবং আদিত্য ধরের সংসারে আসবে নতুন সদস্য। অন্যদিকে কেরিয়ারের ক্ষেত্রেও সময়টা বেশ ভালো যাচ্ছে অভিনেত্রী। তাঁর ছবি আর্টিকেল ৩৭০ বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে। দুটো খুশিতে একেবারে ডগমগ অবস্থা ইয়ামির। কিন্তু মা হওয়ার আগে কী করে দিন কাটাচ্ছেন তিনি সেটাই এবার প্রকাশ্যে আনলেন।
মা হওয়ার আগে কী করছেন ইয়ামি?
ইয়ামি গৌতম কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, 'আমার পরিবার মুম্বইতে আছে। কিছুদিন পর আমার বোন সুরিলি আসবে। আমাদের বাড়িতে অমন নার্সারি বানানোর কোনও প্রচলন নেই। হ্যাঁ কিছু প্রস্তুতি নিতে হবে। তবে আমার বোন আমায় বলেছে এই ফেজটা সবথেকে সুন্দর। আমরা অধীর আগ্রহে এখন অপেক্ষা করছি।'
হবু বাবা কী কী করছেন সন্তান আসার আগে? সেই বিষয়ে ইয়ামি জানান, ' আমরা এখন নানা জিনিস নিয়ে সারাক্ষণ আলোচনা করে যাই। নোটস শেয়ার করি। আমার সাহায্য হতে পারে এমন সব জিনিস আমায় পাঠাতে থাকে। এছাড়া আমাদের বাবা মায়েরা আছেন, ওরাও সাহায্য করে। আদিত্য আমায় অমর চিত্র কথা, রামায়ণ এনে দিয়েছে। আমার মাও এই বইগুলো পড়ত যখন আমি আর দিদি মায়ের গর্ভে ছিলাম।'
প্রসঙ্গত ইয়ামি গৌতম অভিনীত একটার পর একটা ছবি বক্স অফিসে হিট করছে। গত বছর OMG ২ হিট করেছিল। এবার আর্টিকেল ৩৭০। ছবির সাফল্য নিয়েও দারুণ খুশি অভিনেত্রী। প্রসঙ্গত গর্ভবতী থাকাকালীন এই ছবির একাধিক সিনের শ্যুটিং করেছিলেন তিনি।