বাংলা নিউজ > বায়োস্কোপ > ভোটে হেরে সুর নরম! মমতা দিদিকে জয়ের শুভেচ্ছা জানালেন বিজেপির যশ

ভোটে হেরে সুর নরম! মমতা দিদিকে জয়ের শুভেচ্ছা জানালেন বিজেপির যশ

ভোটবদল যশের

পরাজয় নিয়ে মুখ না খুললেও মমতাকে জয়ের শুভেচ্ছা জানাতে ভুললেন না যশ। 

বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলার বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল। বুধবার সমস্ত প্রোটোকল মেনে রাজ্যপাল জগদীপ ধনখড়ের উপস্থিতিতে মুখ্যমন্ত্রীর শপথবাক্য পাঠ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা। নেত্রীর সাফল্যে উছ্বসিত দলীয় কর্মী থেকে রাজ্যের অধিকাংশ মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছেন টলিপাড়ার একাধিক ব্যক্তিত্ব। এবার নেটমাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তাঁর সাফল্যের জন্য  অভিনন্দন জানালেন যশ দাশগুপ্ত।

বিজেপির হয়ে চণ্ডীতলা থেকে নির্বাচনে প্রার্থী হয়েছিলেন যশ। কিন্তু হারতে হয়েছে তাঁকে। নিজের পরাজয় নিয়ে এখনও মুখ খোলেননি যশ। ভোটের ফল বার হওয়ার তিনদিনের মাথায় প্রথমবার সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন এই তারকা প্রার্থী। সকলকে চমকে দিয়ে গত ফেব্রুয়ারিতে বিজেপিতে যোগ দিয়েছিলেন মমতা ঘনিষ্ঠ এই অভিনেতা। বিজেপির দলের নেতারা প্রথম থেকেই তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে ধারালো মন্তব্য করলেও খানিকটা সেফ ব্যাট করেছিলেন যশ। অভিনেতা তথা এই তারকা রাজনীতিবিদ লিখেছেন, ‘তৃতীয়বারের জন্য পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর পদে শপথ নিয়ে আসীন হওয়ার জন্য আপনাকে অনেক শুভেচ্ছা দিদি’।

অন্যদিকে,মমতা বন্দ্যোপাধ্যায়কে নেটমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়,রাজ চক্রবর্তী,সায়নী ঘোষ,স্বস্তিকা মুখোপাধ্যায়ের মতো জনপ্রিয় টলিপাড়ার মুখ। প্রসঙ্গত,বারাকপুর থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হিসেবে দাঁড়িয়ে জয়ী হয়েছেন রাজ। তবে দক্ষিণ আসানসোলে জোরদার প্রচার চালিয়েও হারতে হয়েছে তৃণমূলের আরেক তারকা প্রার্থী সায়নী ঘোষকে।

বন্ধ করুন