বাংলা নিউজ > বায়োস্কোপ > Yash On Nusrat: 'ইয়াঁরিয়া'র জন্য দিব্যাকে নিয়েই ব্যস্ত, এরই মাঝে নুসরতকে ED-র তলব নিয়ে কী বললেন যশ

Yash On Nusrat: 'ইয়াঁরিয়া'র জন্য দিব্যাকে নিয়েই ব্যস্ত, এরই মাঝে নুসরতকে ED-র তলব নিয়ে কী বললেন যশ

যশ-দিব্যা-নুসরত

শুক্রবার ‘ইয়াঁরিয়া’র প্রচারে যশের সামনে বারবার উঠে আসে নুসরতের ইডির দফতরে হাজিরা দেওয়ার প্রসঙ্গ। একইভাবে হিন্দুস্তান টাইমস বাংলার তরফেও এই একই প্রশ্ন করা হলে, যশ দাশগুপ্ত জানান, ‘এটা এবিষয়ে কথা বলার জন্য সঠিক প্ল্যাটফর্ম নয়, এখানে শুধু ইয়াঁরিয়া ছবিটি নিয়েই কথা হোক। সঠিক সময় এলে নিশ্চয় কথা বলব।’

বেশকিছুদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। ২৪ কোটি টাকা আর্থিক প্রতারণার মামলায় নাম জড়িয়েছে নুসরতের। আগামী মঙ্গলবার ১২ সেপ্টেম্বর ফ্ল্যাট দুর্নীতির মামলায় নুসরতকে তলব করেছে ED। সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হবে তাঁকে। এদিকে নুসরতকে নিয়ে এই টানাপোড়েনের মাঝে প্রথম হিন্দি ছবি 'ইয়াঁরিয়া'র প্রচারে ব্যস্ত যশ দাশগুপ্ত। বৃহস্পতিবার থেকে বলিউডের নায়িকা দিব্যা খোসলা কুমারকে নিয়েই শহরের ইতিউতি ঘুরে বেড়াচ্ছেন যশ। 

শুক্রবার ‘ইয়াঁরিয়া’র প্রচারে সাক্ষাৎকার দেওয়ার সময়ও যশের সামনে বারবার উঠে আসে নুসরতের ইডির দফতরে হাজিরা দেওয়ার প্রসঙ্গ। একইভাবে হিন্দুস্তান টাইমস বাংলার তরফেও এই একই প্রশ্ন করা হলে, যশ দাশগুপ্ত জানান, ‘এটা এবিষয়ে কথা বলার জন্য সঠিক প্ল্যাটফর্ম নয়, এখানে শুধু ইয়াঁরিয়া ছবিটি নিয়েই কথা হোক। সঠিক সময় এলে নিশ্চয় কথা বলব।’

আরও পড়ুন-হাতে শাঁখা-পলা! পুরোদস্তুর বাঙালি সাজ, বলিউডের দিব্যাকে নিয়ে কালীঘাটে যশ, ব্যাপার কী!

তবে মঙ্গলবার কি সত্যিই সিজিও কমপ্লেক্সে যাবেন নুসরত? সেবিষয়টিও এখনও স্পষ্ট নয়। এদিকে আগামীকাল শনিবারই ছবির প্রচারে মুম্বই চলে যাবে যশ দাশগুপ্ত। তাই মঙ্গলবার যশ আবারও কলকাতায় ফিরে নুসরতের সঙ্গে সিজিও কমপ্লেক্সে যাবেন কিনা, তা স্পষ্ট নয়। 

এদিকে গত মঙ্গলবার হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন নুসরত জাহান। সেসময় তাঁকে ইডির দফতরে হাজিরা দেওয়া নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তখন নুসরত জানিয়েছিলেন ‘কাজের চাপে মেইল চেক করা হয়নি, তেমন নোটিশ এলে অবশ্যই সহযোগিতা করব।’

প্রসঙ্গত, ২০১৪ সালে ‘সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড’-নামে একটি কোম্পানির মাধ্যমে অবসরপ্রাপ্ত কিছু চাকুরিজীবীদের কাছে ফ্ল্যাট দেওয়ার নামে টাকা তোলা হয়েছিল। মোট ৪২৯ জনের কাছে ৫ লক্ষ ৫৫ হাজার টাকা করে নেওয়া হয়। যদিও তাঁরা কেউই ফ্ল্যাট পাননি। এই ‘সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড’ বোর্ড অফ ডিরেক্টরসে ছিলেন নুসরত। তাঁর বিরুদ্ধে ২৪ কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে। নুসরত ছাড়াও ওই কোম্পনির ডিরেক্টর পদে যাঁরা ছিলেন তাঁরা হলেন রাকেশ সিং এবং রূপলেখা মিত্র। নুসরত ছাড়া রূপলেখাকেও তলব করেছে ইডি। 

বায়োস্কোপ খবর

Latest News

দলীপ ট্রফির ম্যাচ চলাকালীন DC দলের সতীর্থদের সঙ্গে খুনসুটিতে মাতলেন ঋষভ পন্ত প্যারিসে জ্যাভেলিনের এই থ্রোয়েই জেতেন রুপো, ভারতীয় তারকার মেডেল বদলে গেল সোনায় ‘‌এই ধরনের মানুষদের মনোনয়ন দেওয়াই ঠিক নয়’‌, জহর সরকারকে নিয়ে রায় দিলেন সৌগত হিরো আলমকে আদালতেই গণধোলাই, কান ধরে ওঠবস! বিএনপি-র বিরুদ্ধে হামলার অভিযোগ গায়কের কলেজিয়ামের সিদ্ধান্তকে খারিজ করল সুপ্রিম কোর্ট, এই প্রথম এমন নজির 'শুধু অভয়ার জন্য নয়, এই প্রতিবাদ হচ্ছে মমতাদের বিরুদ্ধে, ভুল না শোধরালে…' বিকেলে নয় বরং সকালে করুন শরীরচর্চা, পাবেন ৫টি অবিশ্বাস্য ফলাফল 'গন্ডারের থেকেও মোটা চামড়া, কোনও প্রতিবাদ এই সরকারকে স্পর্শ করে না' ভারতের কোন মাঠের দর্শকরা সবথেকে বেশি নিরপেক্ষ! কী বললেন প্রোটিয়া স্পিনার শামসি কথা হয়েছে ফোনে, ইউনুস- মোদীর মুখোমুখি আলোচনা কবে? কী ভাবছে ভারত- বাংলাদেশ?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.