বেশকিছুদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। ২৪ কোটি টাকা আর্থিক প্রতারণার মামলায় নাম জড়িয়েছে নুসরতের। আগামী মঙ্গলবার ১২ সেপ্টেম্বর ফ্ল্যাট দুর্নীতির মামলায় নুসরতকে তলব করেছে ED। সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হবে তাঁকে। এদিকে নুসরতকে নিয়ে এই টানাপোড়েনের মাঝে প্রথম হিন্দি ছবি 'ইয়াঁরিয়া'র প্রচারে ব্যস্ত যশ দাশগুপ্ত। বৃহস্পতিবার থেকে বলিউডের নায়িকা দিব্যা খোসলা কুমারকে নিয়েই শহরের ইতিউতি ঘুরে বেড়াচ্ছেন যশ।
শুক্রবার ‘ইয়াঁরিয়া’র প্রচারে সাক্ষাৎকার দেওয়ার সময়ও যশের সামনে বারবার উঠে আসে নুসরতের ইডির দফতরে হাজিরা দেওয়ার প্রসঙ্গ। একইভাবে হিন্দুস্তান টাইমস বাংলার তরফেও এই একই প্রশ্ন করা হলে, যশ দাশগুপ্ত জানান, ‘এটা এবিষয়ে কথা বলার জন্য সঠিক প্ল্যাটফর্ম নয়, এখানে শুধু ইয়াঁরিয়া ছবিটি নিয়েই কথা হোক। সঠিক সময় এলে নিশ্চয় কথা বলব।’
আরও পড়ুন-হাতে শাঁখা-পলা! পুরোদস্তুর বাঙালি সাজ, বলিউডের দিব্যাকে নিয়ে কালীঘাটে যশ, ব্যাপার কী!
তবে মঙ্গলবার কি সত্যিই সিজিও কমপ্লেক্সে যাবেন নুসরত? সেবিষয়টিও এখনও স্পষ্ট নয়। এদিকে আগামীকাল শনিবারই ছবির প্রচারে মুম্বই চলে যাবে যশ দাশগুপ্ত। তাই মঙ্গলবার যশ আবারও কলকাতায় ফিরে নুসরতের সঙ্গে সিজিও কমপ্লেক্সে যাবেন কিনা, তা স্পষ্ট নয়।
এদিকে গত মঙ্গলবার হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন নুসরত জাহান। সেসময় তাঁকে ইডির দফতরে হাজিরা দেওয়া নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তখন নুসরত জানিয়েছিলেন ‘কাজের চাপে মেইল চেক করা হয়নি, তেমন নোটিশ এলে অবশ্যই সহযোগিতা করব।’
প্রসঙ্গত, ২০১৪ সালে ‘সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড’-নামে একটি কোম্পানির মাধ্যমে অবসরপ্রাপ্ত কিছু চাকুরিজীবীদের কাছে ফ্ল্যাট দেওয়ার নামে টাকা তোলা হয়েছিল। মোট ৪২৯ জনের কাছে ৫ লক্ষ ৫৫ হাজার টাকা করে নেওয়া হয়। যদিও তাঁরা কেউই ফ্ল্যাট পাননি। এই ‘সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড’ বোর্ড অফ ডিরেক্টরসে ছিলেন নুসরত। তাঁর বিরুদ্ধে ২৪ কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠেছে। নুসরত ছাড়াও ওই কোম্পনির ডিরেক্টর পদে যাঁরা ছিলেন তাঁরা হলেন রাকেশ সিং এবং রূপলেখা মিত্র। নুসরত ছাড়া রূপলেখাকেও তলব করেছে ইডি।