Step By Step Beetroot facial For Glowing Skin: ত্বকে লাবন্য আনতে ও ট্যান দূর করতে বিট খুব কার্যকারী। বাড়িতে বিট দিয়ে করতে পারেন ফেসিয়াল। দেখে নিন কীভাবে-
1/5রসে টসটসে লাল-বেগুনি বিট আপনার ত্বকের জন্য ভীষণ উপকারি। বাড়িতে ফেসিয়াল করতে পারেন বিটের সাহায্যে। ট্যান তুলতে সাহায্য করে, আনইভেন স্কিনের সমস্যায় যারা ভুগছেন তাঁদের জন্যও এটা উপকারী। বিট দিয়ে ফেসিয়াল আপনার চেহারার হারিয়ে যাওয়া ঔজ্জ্বল্য ফিরিয়ে আনবে খুব সহজে। দেখে নিন কীভাবে করবেন-
2/5স্ক্রাবার: বিট গ্রেট করে নিন। এবার ২ টেবিল চামচ গ্রেট করা বিটের সঙ্গে ১ টেবিল চামচ চালের গুঁড়ো, ১ চামচ নারকেল তেল মেশাল । এবার মুখ ফেসওয়াশ দিয়ে ধুয়ে তা ১ মিনিট দিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন। যাতে মরা কোষ আর ট্যান উঠে যায়। এবার জল দিয়ে ধুয়ে নিন।
3/5ফেসপ্যাক: ১ টেবিল চামচ বেসন, ১ টেবিল চামচ দই, ১ টেবিল চামচ বিটের রস দিয়ে ম্যাসাজ ক্রিম তৈরি করুন। এবার তা দিয়ে দু থেকে তিন মিনিট ম্যাসাজ করুন। তারপর ফের ঝুয়ে নিন জল দিয়ে।
4/5জেল: ১ টেবিল চামচত অ্যালোভেরা জেলের সঙ্গে ১ টেবিল চামচ বিটের রস মিশিয়ে মুখে লাগান। এটা আপনি রোজ সকাল আর বিকেলে মুখে লাগাতে পারেন।
5/5সপ্তাহে দু দিন করুন এই বিটরুট ফেসিয়াল। আর সঙ্গে মেনে চলতে হবে CTM রুটিন, অর্থাৎ ক্লিনজিং, টোনিং আর ময়েশ্চারাইজিং। সঙ্গে দিনেরবেলা সানস্ক্রিন মাস্ট। তাহলেই দেখবেন মাসখানেকের মধ্যে চেহারায় বদল নজরে আসবে।