২৫ ডিসেম্বর বড়দিন পালনে কার্যত সাজো সাজো রব শহর কলকাতা জুড়ে। পার্কস্ট্রিট ইতিমধ্যেই আলোর সাজে সেজে উঠেছে। এবার আবার বড়দিন পড়েছে রবিবার। ফলে উচ্ছ্বাস উদযাপনের রেশ সপ্তাহান্তের ছুটির সঙ্গে মিলে মিশে একাকার হয়ে যাবেয়! এই রবিবার ক্রিসমাস উপলক্ষ্যে বাড়ি সাজানোর কথা নিশ্চয়ই ভেবে ফেলেছেন এতক্ষণে! আর ক্রিসমাস ট্রি এনে বাড়ি সাজানোর কথাও মনে মনে ভাবছেন নিশ্চয়! তাহলে জেনে নিন কীভাবে সাজাতে হয় এই ক্রিসমাস ট্রি, রইল বাড়ি সাজানোর কিছু টিপস।
ক্রিসমাস ট্রি
মূলত, ক্রিসমাস ট্রিকে সুখ ও সমৃদ্ধির প্রতীক হিসাবে ধরে নেওয়া হয়। মনে করা হয়, চির সবুজ দেবদারু জাতীয় এই গাছ অশুভ শক্তির বিনাস ঘটায়। ফলে এই গাছকে সুন্দর করে সাজালে ঘরে সমৃদ্ধি বাড়ে বলেও মনে করা হয়। ক্রিসমাস ট্রি সাজাতে গেলে কী কী জিনিস সঙ্গে রাখতে হবে তার তালিকা আগে দেখে নেওয়া যাক।
কী কী উপকরণ লাগবে দেখে নেওয়া যাক-
ক্রিসমাস ট্রিতে লাগিয়ে নিন চকোলেট, বেল, খেলনা, স্টার। তবে এগুলি কোথায় কীভাবে লাগাবেন, তা নিয়ে অনেকের সংশয় রয়েছে। ক্রিসমাস ট্রির একেবারে উপরে লাগাতে হবে স্টার। উল্লেখ্য়, যিশুর জন্মের সময় ওই তারাই রাস্তা দেখিয়ে ছিল তিন ম্যাজািইকে। তাই শীর্ষে থাকবে স্টার। এছাড়াও গাছ সাজানো হবে, লাল, সবুজ, রুপোলি ও সোনালী রঙের সামগ্রী দিয়ে। ক্রিসমাস ট্রিতে বেলকে পথপ্রদর্শক হিসাবে ধরে নেওয়া হয়। গাছে সুন্দর করে আলোকিত করতে হবে। পুস্তকস্তবক রাখতে হবে গাছে। ক্যান্ডি ক্যানস দিয়ে মেষপালকদের প্রতীককে ব্যবহার করা হয়। কারণ মেষপালকরাই প্রথমে যিশুর জন্মস্থানে নিয়ে যান। এছাড়াও উপহারের প্রতীকও সেখানে রাখা হয়।
বাড়ি সাজানোর উপায়-
বাড়িতে ক্রিসমাস ট্রি যখন সাজিয়ে ফেলছেন, তখন সেখানে রাখুন আশপাশে বেশ কিছুটা আলো। বিভিন্ন ক্যান্ডেল, এলইডি দিয়ে বাড়ি সাজাতে পারেন। এছাড়াও সান্টাকে মনে রেখে বাড়ির ছোট সদস্যদের জন্য রাখুন মোজাতে ভরে উপহার।