সৌদি আরবের সঙ্গেই কি ভারত এবং বাংলাদেশে ইদ উদ্যাপন করা হবে? উত্তর পাওয়া যাবে রবিবার ২ মে। সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখার চেষ্টা করবে বাংলাদেশ এবং ভারত। যদি আজ চাঁদ দেখা যায়, তাহলে আগামিকাল অর্থাৎ সোমবার, ২ মে হিজরি সনের দশম মাস শাওয়ালের সূচনা হবে। তাহলে কালই হবে ইদ-উল-ফিতর। যদি আজ চাঁদ দেখা না যায়, তাহলে আগামী মঙ্গলবার ভারত এবং বাংলাদেশে খুশির ইদ উদ্যাপিত হওয়ার কথা।
01 May 2022, 07:54:07 PM IST
বাংলাদেশে ইদ মঙ্গলবারই, সিদ্ধান্ত জাতীয় চাঁদ দেখা কমিটির
রবিবার সন্ধ্যার পর জাতীয় চাঁদ দেখা কমিটির এই সিদ্ধান্ত জানান ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। তিনি বলেন, রবিবার বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। সেই হিসেবে সোমবার ৩০ রমজান পূর্ণ হবে এবং মঙ্গলবার বাংলাদেশে ইদ-উল-ফিতর উদ্যাপিত হবে।