রমজানের রোজার শেষে এবার খুশির ইদের সময়। এমন দিনে কেমন শুভেচ্ছাবার্তা পাঠাবেন প্রিয়জনকে? বাংলা এবং ইংরেজি বার্তা এই প্রতিবেদন থেকে জেনে নিন।
1/6পবিত্র রমজান মাস প্রায় শেষের মুখে। চাঁদ দেখার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। চাঁদ দেখার পরের দিন থেকেই শুরু হবে 'শাওয়াল' মাস। হিজরি সনের দশম মাসের ('শাওয়াল') প্রথম দিন খুশির ইদ (Eid-ul-Fitr 2022) পালিত হবে। চলতি বছর ৩ মে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মতো দেশে ইদ পালিত হওয়ার কথা। তার আগেই জেনে নিন, এই পবিত্র দিনে কেমন শুভেচ্ছাবার্তা পাঠাতে পারেন প্রিয়জনদের।
2/6তোমার জীবন আল্লাহর কৃপায় ভরে উঠুক। তোমার যা যা প্রার্থনা আল্লাহ তা পূরণ করুন। জীবন আনন্দে এবং শুভ কাজে ভরে যাক। ইদ মুবারক।
3/6এই পবিত্র ইদ-উল-ফিতরে আল্লাহ তোমায় পথ দেখান। তোমার জীবন যেন উন্নতির রাস্তায় এগোয়। আল্লাহ তোমার পথপ্রদর্শক হন। ইদ মুবারক।
4/6তোমায় এবং তোমার পরিবারের সকলকে জানাই ইদ-উল-ফিতরের শুভেচ্ছা। তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং উন্নতির প্রার্থনা করি আল্লাহর কাছে। ইদ মুবারক।
5/6আমি জানি, আল্লাহ তোমার সঙ্গে আছেন, তোমায় পথ দেখাচ্ছেন। আর সেই কারণেই তোমার জীবন আরও সুন্দর হয়ে উঠবে। ইদ মুবারক।
6/6এই পবিত্র ইদ গোটা মানবজাতির জন্য সুসময় বয়ে আনুক। পৃথিবী শান্তির পথে হাঁটুক, সকলের সঙ্গে সকলের বন্ধুত্ব গাঢ় হোক। ইদ মুবারক।