করোনার ভয়ে নিশ্চয়ই স্যালোঁতে গিয়ে দীর্ঘদিন ফেসিয়াল করে ওঠা হয় না! আবার বর্ষাকালে অতিরিক্ত আদ্রতার কারণে অনেকেই হারিয়ে ফেলেন ত্বকের জৌলুস। ব্রণ থেকে শুরু করে ব্রেকআউটস, নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। অনেকের আবার ত্বকে একটা কালচে দাগ পড়ে এই সময়। আর এসবের থেকে মুক্তি পেতে ঘরোয়া উপায়ে ত্বকচর্চা করতে পারেন। আলুর রস দিয়ে বাড়িতেই বানিয়ে নিতে পারেন ফেস প্যাক। আসুন জেনে নিই আলুর রস থেকে তৈরি ফেস প্যাকের উপকারিতা এবং কীভাবে এটি তৈরি করা যায়।
ত্বকের জন্য আলুর রসের উপকারিতা
- ব্রণ-র সমস্যায় আলুর রস উপকারী। আপনার ত্বকে ব্রণের সমস্যা থাকে, তাহলে এটি ব্যবহার করুন।
- যদি আপনার পিগমেন্টেশনের সমস্যা থাকে তাহলে এটি প্রয়োগ করতে পারেন।
- নিয়মিত ব্যবহারে ত্বকের মরা কোষ দূর হয়। যার ফলে ত্বক পরিষ্কার এবং উজ্জ্বল দেখায়।
- এটি বলিরেখা থেকেও ত্বককে বাঁচায়।
- এটি ত্বককে আদ্র রাখে ও ত্বকের PH ব্যালেন্স ঠিক রাখে।
কীভাবে তৈরি করবেন?
চালের গুঁড়ো (২ চা চামচ), দুধ (২ চা চামচ), আলুর রস (২ চা চামচ), মধু (১/২ চা চামচ)
একটা বাটিতে চালের গুঁড়ো ও দুধ মিশিয়ে নিন। এবার তাতে আলুর রস ও মধু দিন। ভালো করে মিশিয়ে মুখে লাগান। ২০-২৫ মিনিট পর হাতে সামান্য জল নিয়ে মুখে ম্যাসাজ করে ধুয়ে নিন। তারপর তোয়ালে দিয়ে মুখ মুছে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।