Love Astrology: প্রেমের সম্পর্কে যখন থাকেন, তখন বিরাট সাহস দেখান। কিন্তু বিয়ে হয়ে গেলেই উলটো। এণনই নাকি হন এই ৫ রাশির জাতক-জাতিকা। বলছেন অনেক জ্যোতিষ বিশেষজ্ঞ।
1/7কম বয়সে অনেক মানুষ যেমন থাকেন, বেশি বয়সে আর তাঁরা তেমন থাকেন না। জ্যোতিষ বলছে, এমন ৫ রাশির জাতক আছেন, যাঁরা নাকি প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও অনেকটা বদলে যান। বিশেষ করে কম বয়সে যখন তাঁরা প্রেমের সম্পর্কে থাকেন, তখন তাঁরা খুব সাহস দেখান। কিন্তু বিয়ে করলেই নাকি তাঁরা একদম শান্ত আর গোবেচারা হয়ে পড়েন।
2/7কোন ৫ রাশির ক্ষেত্রে এমন বলা হচ্ছে? জেনে নিন তাঁদের কোন কোন বৈশিষ্ট্যের কথা বলছে জ্যোতিষশাস্ত্র। আপনার বা আপনার ভালোবাসার মানুষটি কি রয়েছেন এই তালিকায়? রইল উত্তর।
3/7এরিস (২০ মার্চ থেকে ২০ এপ্রিলের মধ্যে জন্ম): এই রাশির জাতকরা জাতিকারা নাকি কম বয়সে জীবন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে ভালোবাসেন। তারই প্রভাব পড়ে সম্পর্কের উপরেও। এঁরা প্রেম করার সময়ে সেই সম্পর্ক নিয়েও নানা ধরনের পরীক্ষার মধ্যে দিয়ে যেতে চান। সম্পর্কের ভবিষ্যৎ ভালো করে বুঝে নিতে চান। কিন্তু বিয়ে হলেই থিতু হয়ে যান। এই কারণেই তাদের চরিত্রে বদল আসে।
4/7টরাস (২০ এপ্রিল থেকে ২১ মের মধ্যে জন্ম): এই রাশির জাতকরা নিজেদের নিরাপদ আশ্রয়টি বেছে নেওয়ার ক্ষেত্রে খুব সাবধানি। তাই তাঁরা ঝট করে কোনও সিদ্ধান্তে পৌঁছোতে চান না। তার আগে ভালো করে সাত-পাঁচ ভেবে নেন। আর এই সব কারণেই এঁরা প্রেমের ক্ষেত্রেও খুব পরীক্ষামূলক কিছু করতে পারেন। কিন্তু বিয়ের পরে তাঁরা নিরাপদ আশ্রয়টি পেয়ে গিয়েছেন বলে মনে করেন। তাই চরিত্রে বদল আসতে পারে।
5/7লিও (২২ জুলাই থেকে ২৩ অগস্টের মধ্যে জন্ম): এই রাশির জাতক জাতিকারা নিজেদের মতামতকে খুব গুরুত্ব দেন বলে মনে করা হয়। আর সেই কারণেই তাঁরা জীবনে বড় সিদ্ধান্ত নেওয়ার আগে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করেন। সেটির প্রভাব পড়ে প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও। কিন্তু বিয়ের পরে এঁরাই হয়ে ওঠেন শান্ত একজন বর বা বউ।
6/7লিব্রা (২৩ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবরের মধ্যে জন্ম): এই রাশির জাতকরা একটু একা থাকতে ভালোবাসেন। কিন্তু এক বার কাউকে খুব বিশ্বাস করলে, তখন আর তাঁর সঙ্গ ছাড়তে চান না। আর সেই কারণেই এই রাশির মানুষ প্রেমের ক্ষেত্রে খুব খুঁতখুঁতে। আর তাই পরীক্ষা নিরীক্ষা করতে ভালোবাসেন। পরীক্ষার পরে মনমতো ফল পেলে আর ফিরে তাকান না। তাঁকেই বিয়ে করে শান্তিতে জীবন কাটান।
7/7স্করপিও (২৩ অক্টোবর থেকে ২২ নভেম্বরের মধ্যে জন্ম): এই রাশির মানুষ খুব আবেগপ্রবণ হন। মনে করা হয়, তাঁরা যখন প্রমের সম্পর্কে থাকেন, তাঁরা খুব আবেগ দিয়ে সেই সম্পর্ক চালান। আর সেটিই হয় প্রেমের সম্পর্কের ভিত্তি। কিন্তু বিয়ের পরে তাঁরা আর সম্পর্কের বিষয়টি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে চান না। বরং তখন তাঁরা কাজের জায়গাটিতে পরীক্ষায় বেশি জোর দেন। কিন্তু বিয়ের সম্পর্কে তাঁদের অনুভূতি ষোলো আনাই থাকে।