বাংলা নিউজ > টুকিটাকি > Heart Attack and Menopause Signs in woman: মহিলাদের হার্ট অ্যাটাকের আগাম লক্ষণের সঙ্গে মেনোপজের আভাসে কী কী ফারাক রয়েছে?

Heart Attack and Menopause Signs in woman: মহিলাদের হার্ট অ্যাটাকের আগাম লক্ষণের সঙ্গে মেনোপজের আভাসে কী কী ফারাক রয়েছে?

লা হচ্ছে, মহিলাদের ক্ষেত্রে হার্টের সমস্যার কিছু লক্ষণ পুরুষদের থেকে আলাদা থাকে। হার্ট অ্যাটাকের আগাম কিছু লক্ষণই বলে দেয় শরীর ভালো নেই। যে সমস্ত উপসর্গ নিয়ে মহিলাদের সতর্ক থাকতে হবে, তা হল- ঘাড় ও চোয়ালে ব্যথা, কাঁধে ব্যথা, পিঠ ও পেটের উপরের অংশে ব্যথা, দুই হাতে ব্যথা, বমিবমি ভাব, ঘাম, ক্লান্তি, মাথা ঘোরা, বুক জ্বালা।