Hello know the history: ফোন ধরতেই হ্যালো বলেন দুজনে। কেন বলেন জানা আছে? রইলো হ্যালো বলার ইতিহাস।
1/6কারও সঙ্গে ফোনে কথার শুরুতেই আমরা বলি ‘হ্যালো’। এমনিতে এই শব্দটি অভিবাদন বোঝায়। শব্দটার চলতি বানান hello হলেও আরও বেশ কিছু বানান নানা দেশে লেখা হয়। (Pexels)
2/6কিন্তু হঠাৎ ‘হ্যালো’ বলা হয় কেন? ‘হ্যালো’ বাদে অন্য কিছু নয় কেন? এর ইতিহাসটাই জানাব আজকের প্রতিবেদনে। এর জন্য পিছিয়ে যেতে হবে ১৯ শতকে। (Pexels)
3/6উনিশ শতক মানে ১৮০০ সালের আগে ‘হ্যালো’ শব্দ তেমন চালু না থাকলেও এই সময় থেকে নানারকম বানানে ‘হ্যালো’ বলা শুরু হয়। Hello ছাড়াও hallo, holla, holloও বলা হত। ১৮৫০ থেকে ব্যাপকভাবে চালু হয় এটি। (Pexels)
4/6টেলিফোন যখন প্রথম আবিষ্কার হয়, তখন আলেক্সান্ডার গ্ৰাহাম বেল একটি শব্দ দিয়ে কথা শুরু করতে বলেছিলেন। সেই কথাটি হল ‘অ্যাহয় (Ahoy)’। অনেকেই তখন অ্যাহয় বলে ফোনে কথা বলা শুরু করে। (Pexels)
5/6মনে করা হয়, গ্ৰাহাম বেলের প্রতিপক্ষ থমাস এডিসন প্রথম ‘হ্যালো’ শব্দটি বলার পরামর্শ দেন। সেই থেকে অনেকেই ধীরে ধীরে অ্যাহয় বলা ছেড়ে দেন। (Pexels)
6/6গ্ৰাহাম বেল অ্যাহয় বলতে বললেও ওটি ছেড়ে শুরু হ্যালো বলা। এখন কোন শব্দটা বেশি চলে তা তো আপনার জানা কথা! (Pexels)