সারা বিশ্ব জুড়ে আন্তর্জাতিক মাতৃ দিবস পালন করা হবে রবিবার। তবে এই দিনটির শুরু অনেক আগে থেকেই। ষোলো শতকের ব্রিটেনে পালন করা হত ‘মাদারিং সানডে’। কীভাবে সেই থেকে আধুনিক যুগের মাদার্স ডে-এর শুরু জানেন?
1/5সারা বিশ্ব জুড়ে আন্তর্জাতিক মাতৃ দিবস পালন করা হবে রবিবার। তবে এই দিনটির শুরু অনেক আগে থেকেই। ষোলো শতকের ব্রিটেনে পালন করা হত ‘মাদারিং সানডে’। কীভাবে সেই থেকে আধুনিক যুগের মাদার্স ডে-এর শুরু জানেন? রইল বিশদ হদিশ। (Freepik)
2/5ষোলো শতকের ব্রিটেনে ‘মাদারিং সানডে’ নামে একটি বিশেষ দিন পালন করা হত। এই দিন সবাই তাদের এলাকার প্রধান চার্চে (মাদার চার্চ) যেতেন। সেখানে পরিবারের সব সদস্যরা একদিন একত্রিত হবে, এই ছিল নিয়ম। (Freepik)
3/5মাদারিং সানডে-এর ওই বিশেষ দিনে পরিবারের ছোট্ট সদস্যরাও একজড়ো হত প্রধান চার্চের আঙিনায়। সেখানেই শিশুরা সঙ্গে করে নিয়ে আসত ফুল ও ছোট্ট কিছু উপহার। এই ফুল ও উপহারই তাদের মায়েদের হাতে তুলে দেওয়ার রীতি ছিল। (Freepik)
4/5মাকে ভালোবাসা জানাতে শিশুদের এই বিশেষ উপহার দেওয়ার রীতিই প্রচলিত ছিল মাদারিং সানডে নামে। পরে যার থেকে আধুনিক আন্তর্জাতিক মাতৃ দিবসের সূচনা বলে মনে করেন অনেকে। (Freepik)
5/5তবে অনেকের মতে, আধুনিক আন্তর্জাতিক মাতৃ দিবসের গোড়ায় আমেরিকার দুই মহিলার বড় ভূমিকা রয়েছে। তাঁরা হলেন জুলিয়া ওয়ার্ড হাউ ও আনা জারভিস। এই দুজনের আন্তরিক প্রচেষ্টাতেই শুরু আন্তর্জাতিক মাতৃ দিবস। (Freepik)