Important tips on life: তিরিশের কোঠা পেরনোর আগেই এই কয়েকটি বিষয় শিখে নেওয়া জরুরি। সারা জীবন এইগুলি আপনার সঙ্গ দেবে। এমনটাই বিশেষজ্ঞদের মত।
1/9বয়স তিরিশের কোঠায় এসে দাঁড়ালে নানা কিছুর সম্মুখীন হতে হয়। তাই বয়স সেই কোঠা পেরনোর আগেই কিছু বিষয় শিখে রাখা জরুরি। এতে আখেরে জীবনেরই লাভ। একনজরে দেখে নেওয়া যাক, সেগুলি কী। (Unsplash)
2/9নিজের কাজের দায়িত্ব নিন: কোনও কাজে ভুল করেছেন। হতেই পারে। কিন্তু সময় মতো সেটা এড়িয়ে না গিয়ে স্বীকার করে নিন। দেখবেন, পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে। (Unsplash)
3/9টাকাপয়সার হিসেব রাখুন: বয়স বাড়ছে। ধীরে ধীরে পুরো সংসারের দায়িত্ব এসে পড়ছে কাঁধে। তাই এই সময় টাকা পয়সার হিসেব রাখা জরুরি। (Unsplash)
4/9সম্পর্ক মজবুত করুন: সারাদিন কাজে ব্যস্ত না থেকে বাড়িতেও সময় দিন। প্রিয়জনের সঙ্গে সম্পর্ক মজবুত করুন। এতে পরিবার আরও সুন্দর হবে। (Unsplash)
5/9জীবনের ঝড়ঝাপটা মেনে নিন: জীবনে ঝড়ঝাপটা আসবেই। তা বলে এড়িয়ে গেলে আর চলবে না। বরং এখন থেকেই সেগুলির মোকাবিলা করা জরুরি। (Unsplash)
6/9শখকে সময় দিন: কোনও কাজ খুব ভালো লাগে। অবসরে সেটা নিয়েই সময় কাটান। শখকে সময় দিন এবার। নিয়ম করে সেই কাজের পিছনে সময় দিন। সেটাকে পেশা বানানো গেলে তো আর কথাই নেই। (Unsplash)
7/9খুশি থাকুন: জীবনে সবসময় বেশি জিনিস পেলেই সবাই খুশি থাকে তা তো নয়। অল্প জিনিসেও খুশি থাকা যায়। যা পেয়েছেন, তার জন্য মনে মনে কৃতজ্ঞ থাকা ভালো। এতে আপনিও ভালো থাকবেন। (Unsplash)
8/9ক্ষমা করতে শিখুন: জীবনে কিছু কিছু বিষয়ে ক্ষমা করতে জানতে হয়। নয়তো সেই বিষয়টি নিয়ে পড়ে থাকলে আপনারই মনখারাপ হবে। কাজে ব্যাঘাত হবে। জীবনেও সমস্যা বাড়বে। তাই কিছু সময় ক্ষমা করতে শিখুন। (Unsplash)
9/9নিজের প্রতি সৎ থাকুন: নিজের প্রতি জীবনে সৎ থাকা ভীষণ জরুরি। এতে কখনও কোনও ভুল করলেও তা শুধরে নেওয়া যায়। তাই সবসময় নিজের প্রতি সৎ থাকুন। (Unsplash)