Mehendi may cause seizures: বিভিন্ন অনুষ্ঠানে শুভ বলেই পরিচিত মেহেন্দি। তবে এর গন্ধও ভয়ানক রোগের কারণ হতে পারে। এমনটাই জানাচ্ছেন গবেষকরা।
1/6বিয়ে বা কোনও শুভ অনুষ্ঠান হলেই মহিলামহলে মেহেন্দি পরার চল দেখা যায়। রীতিমতো দক্ষ লোক ডেকে সবাই মিলে বসে মেহেন্দি পরেন। পছন্দের নকশাও করিয়ে নেন হাতে। (Freepik)
2/6এই মেহেন্দিই গুরুতর রোগের কারণ হতে পারে। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি মেহেন্দি নিয়ে একটি পরীক্ষামূলক গবেষণা হয়। সেখানেই এমন তথ্যের হদিশ পান বিজ্ঞানীরা। (Freepik)
3/6জানুয়ারি মাসে ক্লিনিকাল নিউরৈফিজিওলজিতে প্রকাশিত হয় গবেষণাপত্রটি। তাতেই বলা হয়, মেহেন্দি পরার ফলে কারও কারও খিঁচুনির রোগ দেখা দিতে পারে। তবে কোনও জিনিস থেকে খিঁচুনির সমস্যা দেখা দিচ্ছে এমন ঘটনা সাধারণত দেখা যায় না। মেহেন্দি নিয়ে করা গবেষণায় তেমন আশঙ্কারই হদিশ পেলেন বিজ্ঞানীরা। (Freepik)
4/6সম্প্রতি একটি নয় বছরের মেয়ে মেহেন্দি পরার পরেই খিঁচুনিতে আক্রান্ত হয়ে পড়ে। ২০১৯ সালেও এমন একটি ঘটনা ঘটেছিল বলে জানান বিশেষজ্ঞরা। হাতেকলমে ঠিক কী ঘটছে তা পরীক্ষা করতে মেয়েটিকে আবার মেহেন্দি পরানো হয়। গবেষকদের সামনেই হাতটি নাকের কাছে নিয়ে যেতে খিঁচুনির লক্ষণ দেখা দিতে থাকে। (Freepik)
5/6সেই থেকেই মনে করা হচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতার উপর বিশেষ প্রভাব রয়েছে মেহেন্দির। সবার না হলেও কারও কারও অ্যালার্জি রয়েছে এতে। মেহেন্দির গন্ধ নাকে যেতেই স্নায়ুতন্ত্রে কুপ্রভাব পড়ছে। তাতেই খিঁচুনির লক্ষণ দেখা দিচ্ছে বলে জানান চিকিৎসক। (Freepik)
6/6নির্দিষ্ট পরীক্ষাটিতে দেখা যায়, গন্ধ নাকে যেতেই প্রায় ২০ সেকেন্ডের জন্য অজ্ঞান হয়ে পড়ে মেয়েটি। তবে যাদের অ্যালার্জি রয়েছে তাদের মধ্যে হাঁচি, কাশি, ত্বক লাল হয়ে যাওয়া, ফুলে যাওয়ার সমস্যা দেখা দেয়। (Freepik)