বাংলা নিউজ > টুকিটাকি > Break Up Party for men in Kolkata: ১৯ জন বিবাহবিচ্ছিন্ন পুরুষকে নিয়ে বড়সড় 'ব্রেক আপ' পার্টির আয়োজন শহরে! কবে?
পরবর্তী খবর

Break Up Party for men in Kolkata: ১৯ জন বিবাহবিচ্ছিন্ন পুরুষকে নিয়ে বড়সড় 'ব্রেক আপ' পার্টির আয়োজন শহরে! কবে?

ব্রেক আপ পার্টি ঘিরে তৈয়ারি। প্রতীকী ছবি।

যাঁরা বিবাহ বিচ্ছিন্ন হয়েছেন এমন ১৯ জনকে নিয়ে কল্লোলিনী তিলোত্তমার বুকে আয়োজিত হতে চলেছে ব্রেক আপ পার্টি। এই পার্টির আয়োজক 'অল বেঙ্গল মেনস ফোরাম'। এর আগে ভোপালে এমন এক পার্টির আয়োজন করেছিল 'ভাই ওয়েলফেয়ার'। ১৯ নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবসের দিন এই বিশেষ ব্রেক আপ পার্টি আয়োজিত হচ্ছে। রয়েছে এর নেপথ্যে উদ্দেশ্যও।

'অল বেঙ্গল মেনস ফোরাম' এই পার্টির আয়োজক। আয়োজকদের তরফে বলা হচ্ছে, বিবাহ বিচ্ছিন্নদের মোটিভেট করতেই এমন পার্টির আয়োজন। 'অল বেঙ্গল মেনস ফোরামের সভাপতি' নন্দিনী ভট্টাচার্যের মতে, পুরুষরা খুব কোণঠাসা হলে তবেই ডিভোর্স করেন। নয়তো লোকের কথায় ভয় পেয়ে তাঁরা সেই পদক্ষেপ থেকে পিছিয়ে আসেন। এই ধরনের পুরুষদের আলোর রাস্তা দেখাতেই এমন ব্রেক আপ পার্টির আয়োজন। উল্লেখ্য, ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো। তার আগের দিন বৈবাহিক ধর্ষণ নিয়ে জনস্বার্থ মামলার চূড়ান্ত শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। তারপরই তিলোত্তমায় প্রথম ব্রেক আপ পার্টির বড়সড় ঘোষণা করা হবে। উল্লেখ্য, এর আগে পুরুষের অধিকার নিয়ে ভোপালে ব্রেক আপ পার্টির আয়োজন করা হয়। সেবার পার্টিতে সংখ্যায় ছিলেন ১৮ জন। এবার কলকাতার বুকে তা ১৯ জনকে নিয়ে করা হবে। ভোপালের ঘটনার উদ্দেশ্য ছিল পুরুষদের অধিকার। আর কলকাতায় তা বিবাহ বিচ্ছিন্ন পুরুষদের উৎসাহ দিতে করা হচ্ছে। নয়া বিপাকে সুব্রহ্মণ্যম স্বামী! এবার সরকারি বাসভবন নিয়ে এই রায় দিল কোর্ট

প্রশ্ন উঠছে, এমন ব্রেক আপ পার্টি ডিভোর্সকে আরও উসকানি দেবে না তো! আয়োজকদের মতে উত্তর 'না'। তাঁরা তুলে ধরছেন কিছু পরিসংখ্য়ান। তিনি বলছেন, হেনস্থার শিকার হয়ে বহু পুরুষ আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। এমন ঘটনার সংখ্যা ২০২০ সালের তুলনায় ২০২১ সালে বেড়েছে। আপাতত এই ব্রেক পার্টির নিমন্ত্রণ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শেষ পর্যন্ত এই পার্টি কতটা সাফল্যের সঙ্গে আয়োজিত হয় সেদিকে নজর সকলের।

Haryana and JNK Election Haryana and JNK Election

Latest News

কল্যাণীতে ঘর ভাড়া মাসে মাত্র ১৫ টাকা! রয়েছে অ্য়াটাচ্ড বাথ! কীভাবে সম্ভব? ডার্বিতে মোহনবাগানের রক্ষণের বড় ভরসা রদ্রিগেজ, কোচকে চিন্তায় রাখছে চোট আসছে করবা চৌথ ২০২৪! ৫ মহাযোগে বৃষ সহ বহু রাশি লাকি, গাড়ি কিনতে পারেন কারা? বাবা যখন মেয়ে! মঞ্চে তাঁকে দেখে সন্তানরা কি চমকে গিয়েছিল? কী বললেন ক্রুষ্ণা ADHD-তে আক্রান্ত আলিয়া! কী এই রোগ, কাদের হয়? কীই বা লক্ষণ মোবাইলে আসক্তি, মায়ের বকুনি খেয়ে চরম পদক্ষেপ, মুম্বইয়ে আত্মঘাতী কিশোরী ‘কত ন্যাকামি দেখব! ডাক্তারদের অনশন তো এখন হাসপাতাল পর্যন্ত,’ এবার বেলাগাম কল্যাণ আশ্বিনেই সায়নদীপের সঙ্গে বিয়ে সেরেছেন, দেবীবরণে নতুন বউ রূপসা উৎসবে ছিলেন না, তবে দশমীতে ঘরোয়া আড্ডায় শোভন-সোহিনী-স্বস্তিকা-শ্রাবন্তীরা 'ডাক্তারদের ১০টির মধ্যে ৭ দাবিই পূরণ রাজ্যের', দ্রোহের কার্নিভালে মুখ্যসচিবও?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.