বাংলা নিউজ > টুকিটাকি > China flu outbreak: ১০০ গুণ বেড়ে গিয়েছে ওষুধ কেনার হিড়িক! নতুন করে কীসের আতঙ্ক দেখা দিচ্ছে চিনে

China flu outbreak: ১০০ গুণ বেড়ে গিয়েছে ওষুধ কেনার হিড়িক! নতুন করে কীসের আতঙ্ক দেখা দিচ্ছে চিনে

কীসের আতঙ্কে সাবধান হচ্ছে চিনের নাগরিকরা?

China flu outbreak: কীসের আতঙ্কে সাবধান হচ্ছে চিনের নাগরিকরা? এই প্রশ্নই নতুন করে তুলে দিল একটি সাম্প্রতিক প্রতিবেদন। সংবাদসংস্থা ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, সেই দেশে বেড়ে গিয়েছে সাধারণ সর্দি কাশির ওষুধ কেনার হার।

কীসের আতঙ্কে সাবধান হচ্ছে চিনের নাগরিকরা? নতুন করে এই প্রশ্নই তুলে দিল একটি সাম্প্রতিক প্রতিবেদন। সংবাদ সংস্থা ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, সেই দেশে বেড়ে গিয়েছে সাধারণ সর্দি কাশির ওষুধ কেনার হার। কতটা বেড়েছে জানলে রীতিমতো অবাক হতে হবে। প্রায় ১০০ গুণ বেড়ে গিয়েছে এই বিশেষ ধরনের ওষুধ কেনার প্রবণতা। এই নতুন হিড়িক কি কোন আসন্ন বিপদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার চেষ্টা। সংশ্লিষ্ট মহলে ইতিমধ্যেই এই প্রশ্ন ওঠা শুরু হয়েছে। গত বছরের তুলনায় এই বছর বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ১০০ গুণ বেড়ে গিয়েছে ওষুধ কেনার হার। সম্প্রতি সংক্রমণের হার বেড়ে যাওয়ায় কোভিডের আতঙ্কই যেন ফিরে এসেছে সকলের মধ্যে।

আরও পড়ুন: এক সপ্তাহে হাসপাতালে ভর্তি ২ লাখ মানুষ! কীসের আতঙ্ক বাড়ছে থাইল্যান্ডে

আরও পড়ুন: হৃদযন্ত্রের এই পরীক্ষাগুলি নিয়মিত করান? না হলে কিন্তু রয়েছে বড় বিপদের আশঙ্কা

নির্দিষ্ট ওষুধটির বিজ্ঞানের পরিভাষায় নাম ওসেলটামিভির। কতটা বেড়েছে এর বিক্রির হার? অনলাইন ওষুধ বিক্রয় সংস্থার হিসেব অনুযায়ী, চলতি মাসের প্রথম ১৩ দিনে ৫,৩৩,১০০ ওষুধ বিক্রি হয়েছে। দুটি অনলাইনে ওষুধ কেনার অ্যাপ তাওবাও ও মলের (Tmall) বিক্রির পরিসংখ্যান এটাই। তথ্য বিশ্লেষণকারী সংস্থা লিয়ানডানলু সম্প্রতি এই তথ্য জানিয়েছে। গত বছরের তুলনায় এই বছর এই নির্দিষ্ট ওষুধ বিক্রির হার বেড়েছে ১২৯ গুণ।

আরও পড়ুন: কুমিরের কবল থেকে বাঁচাল পুলিশ, ঘুরে তাকিয়ে কী বোঝাতে চাইল ক্যাঙারু? viral video

আরও পড়ুন: ঘন ঘন রাগ, মনখারাপ হয়? একটি ভিটামিনের অভাবেই হতে পারে, কী কী সমস্যায় সাবধান হবেন

সাংহাইয়ের এক স্বাস্থ্য বিশেষজ্ঞ ওয়াং রুঝি সংবাদ সংস্থা ব্লুমবার্গকে জানান, আগের কোভিডের মহামারি দেখে মানুষ এখন অনেক বেশি সাবধানী হয়ে পড়েছে। আর তারই প্রভাব পড়ছে ওষুধ বিক্রির হারে। এছাড়াও, এখন বাজারে অ্যান্টিভাইরাল ওষুধের জোগান কিছুটা কম রয়েছে। যার ফলে ওষুধের দামও বাড়ছে হু হু করে। তাঁর কথায়, সম্প্রতি ছোট ছোট বাচ্চাদের মধ্যে অনেকটাই বেড়ে গিয়েছে সংক্রমণের হার। জ্বর, সর্দি, কাশির এই উপসর্গই মানুষকে আরও বেশি দুশ্চিন্তায় ফেলে দিচ্ছে। আগের বছরগুলির পুনরাবৃত্তি যাতে না হয়, তার জন্যই বেশি সাবধানী হচ্ছে চিনের সকলে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup 

বন্ধ করুন