কখনও কেবল তুলির টানে কেউ অপটিক্যাল ইলিউশন তৈরি করে দিচ্ছেন, আবার কেউ অ্যানিমেশনের জাদুতে তা তৈরি করে দিচ্ছেন। এমনই একটি অপটিক্যাল ইলিউশন সদ্য ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে। নিরামিশ খাবারের থালিতে ফুটে উঠেছে এক ভারতীয় ক্রিকেটারের মুখ! এক শিল্পী AI টুলের সাহায্যে এই ছবিটি তৈরি করেছেন।
অপটিক্যাল ইলিউশনের জগত একেবারেই গোলকধাঁধা। আর এই গোলকধাঁধার মজা যাঁরা নিতে পেরেছেন, তাঁরা বুঁদ হয়ে গিয়েছেন এই অপটিক্যাল ইলিউশনের দুনিয়ায়। এমন বহু ধরনের অপটিক্যাল ইলিউশন রয়েছে যা কেবল শিল্প নৈপূণ্যতেই অবাক করে দিয়েছে অনেককে। আর এই সমস্ত অপটিক্যাল ইলিউশন ক্রমেই ভাইরাল হয়েছে। আরও পড়ুন: কে বলেছে উপেক্ষা করেছে! হেসে হেসে সলমনের সঙ্গে গল্প করেছেন ক্রিশ্চিয়ানো, দেখুন ছবি
ছবিতে দেখা যাচ্ছে, নিরামিশ থালিতে সাজানো রয়েছে রকমারি খাবার। রয়েছে আলুরদম, নান, পোলাও এবং নানা ডিশ। কিন্তু ঠিক করে নজর দিলে দেখা যাবে ভারতের এক তারকা ক্রিকেটারের আবছা মুখ ফুটে উঠেছে। মুখটি খুঁজে বের করা মোটেও সহজ নয়। তবে যাঁরা তা করে ফেলেছেন, তা অপটিক্যাল ইলিউশনের সমাধানে জিনিয়াস তো বটেই!
চিনতে পারছেন কে রয়েছে এই ছবিতে? ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি রয়েছেন এই ছবিতে। আপনার চোখ অর্ধেক খোলা রেখে এই ছবির দিকে তাকিয়ে থাকলে মুখটা পরিষ্কার বোঝা যাবে। বিরাট কোহলি সম্পূর্ণ নিরামিশ খান। তাই নিরমিশ খাবারের থালিতে তাঁর এই ছবি যে কারও নজর কাড়বে।
আজকাল সোশ্যাল মিডিয়ায় অপটিক্যাল ইলিউশনের ছবিগুলি খুব ভাইরাল হচ্ছে। ছবিগুলি এতটা আকর্ষণীয় হওয়ার কারণ হল এগুলি একপ্রকারের ধাঁধা। বলা ভালো, ছবির ধাঁধা। বিগত কিছু বছরে এই ছবিগুলি মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। এই মজার অপটিক্যাল ইলিউশন ছবিটি কেবল আপনার দৃষ্টিশক্তি কতটা তীক্ষ্ণ তার প্রমান দেবে না, পাশাপাশি আপনি কতটা মনযোগী সেটাও প্রকাশ পাবে।