বক্সিং ম্যাচ দেখতে আরব আমিরশাহিতে উড়ে গিয়েছিলেন বলিউডের ভাইজান সলমন খান। ভিভিআইপি আসনে সল্লুর ঠিক পাশে বসে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং তাঁর বান্ধবী জর্জিনা রড্রিগেজ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রিয়াদ থেকে তাঁদের এই ছবি ছড়িয়ে পড়েছিল।
এরপরই সোশ্যাল মিডিয়ায় আরও একটি ভিডিয়ো ভাইরাল হয় যেখানে দেখা গিয়েছে, ভাইজানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন রোনাল্ডো অথচ সলমনকে ঘুরেও দেখলেন না তিনি। যেন চিনতেই পারলেন না। এই ভিডিয়ো নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে। এরই মধ্যে আরও একটি ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, বিশ্ব ফুটবল তারকা মোটেই উপেক্ষা করেননি বলিউড সুপারস্টারকে। বরং হেসে হেসে একে অপরের সঙ্গে কথা বলছে তাঁরা।
সোশ্যাল নেটওয়াকিং সাইট রেডডিটে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং সলমন খানের নতুন ভাইরাল ছবিতে এই দুই তারকাকে বক্সিং রিংয়ের সামনে হাসি মুখে কথোপকথন করতে দেখা গিয়েছে। কমেন্টে নেটিজেনরা ভালোবাসা উজাড় করেছেন দুই তারকার প্রতি। জর্জিনা রড্রিগেজও রয়েছেন ছবিতে। আরও পড়ুন: ডিনার ডেটে নভ্যা-সিদ্ধান্ত, যোগ দিলেন শ্বেতা বচ্চনও, কোথায় গিয়েছিলেন
একজন লিখেছেন, ‘মাল্টিভার্সে কীসব চলছে’। আরেকজন বলেছেন,'ভাবুন সলমন আমন্ত্রণ জানাচ্ছেন ভারতে এবং হোস্ট করছেন। সোয়্যাগ সে করেঙ্গে সবকা স্বয়াগাত'। একজন ব্যক্তি মন্তব্য করেছেন, ‘উফ কি শান্তি। নাচুন, রোনাল্ডো ভাইকে উপেক্ষা করেননি’।
সৌদি আরবে গিয়েছিলেন সলমন, রিয়াদে হয়েছিল এই বক্সিং ম্যাচ। প্রতিযোগী ছিলেন ব্রিটিশ বক্সার টাইসন ফিউরি এবং ফ্রেঞ্চ বক্সার ফ্রান্সিস এনগান্নুর। সেখানেই এই বক্সিং ম্যাচ দেখেন সলমন। রবিবার সকলে সলমন মুম্বইতে ফিরেও আসেন। মুম্বইয়ের কালিনার বেসরকারি বিমানবন্দরে দেখা যায় তাঁকে। এই মুহূর্তে সলমন অবশ্য তাঁর জনপ্রিয় ও বিতর্কিত শো বিগ বস-এর সঞ্চালনা নিয়ে ব্যস্ত। এছাড়াও দীপাবলিতে মুক্তি পেতে চলেছে সলমনের ‘টাইগার-থ্রি’।