গায়ে গন্ধ থাকলে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। শুধু জল দিয়ে ধুলে বা সাবান দিয়ে স্নান করলেও অনেকসময় এই সমস্যা কাটে না। দেখুন সেক্ষেত্রে কী করণীয়
1/5গরম পড়তে না পড়তেই অনেকেই জেরবার হতে শুরু করেছেন গায়ের গন্ধের সমস্যায়। লোকসমাজেও এই কারণে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয়। ঘামের মাধ্যমে আমাদের শরীর স্বাভাবিক তাপমাত্রা ধরে রাখার চেষ্টা করে। কিছু টিপস মেনে চললেই দেখবেন এই সমস্যার থেকে অনেকটাই মুক্তি পেয়েছেন-
2/5সাধারণত ঘামের সঙ্গে শরীরে জীবাণু তৈরি হলে গন্ধ হয়। আর এক্ষেত্রে কাজে লাগাতে পারেন নিম পাতা। ১ মুঠো নিমপাতা ১ কাজ জলে সারা রাত ভিজিয়ে রাখুন। তারপর দিন সকালে বেটে নিন। গলে, ঘাড়ের কাছে-সহ শরীরের নানা ভাজে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। তারপর জল দিয়ে ধুয়ে স্নান করে নিন।
3/5স্নানের পর সামান্য নারকেল তেল তুলোয় করে বগলে লাগিয়ে নিন। এতে দেখবেন সারাদিন বেশ একটা মিষ্টি গন্ধ বের হচ্ছে।
4/5ডায়টেশিয়ানদের মতে সালফিউরিক সম্মৃধ খাবার যেমন ব্রকলি, বাধাকপি, ফুলকপি পরিমাণে কম খেতে হবে। কারণ এগুলোতে থাকা মিনারেল সালফার গন্ধযুক্ত গ্যাসের মাধ্যমে আমাদের ত্বকের সাহায্যে নির্গত হয়।
5/5টি ট্রি অয়েলও ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য উপকারী। একটি স্প্রে বোতলে ১ লিটার জল ভরে তাতে ৪-৫ ফোঁটা টি ট্রি অয়েল মেশান। এই জল স্প্রে করে টোনারের মতো বগলে লাগাতে পারেন।