বাংলা নিউজ > টুকিটাকি > Propose Day 2022: প্রেমের চেয়ে বিয়ের প্রস্তাব শুনতে বেশি ভালো লাগে: স্বস্তিকা

Propose Day 2022: প্রেমের চেয়ে বিয়ের প্রস্তাব শুনতে বেশি ভালো লাগে: স্বস্তিকা

শোবন এবং স্বস্তিকা। (ছবি: ফেসবুক)

স্বস্তিকা আর শোভন— টলিপাড়ার চর্চিত জুটি। দু’জনের মধ্যে কে প্রথম প্রেমের প্রস্তাব দিয়েছিলেন?

টলিপাড়ার অত্যন্ত চেনা জুটি অভিনেত্রী স্বস্তিকা দত্ত এবং গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। এক বছরের বেশি হয়ে গিয়েছে, দু’জনে নাকি চুটিয়ে প্রেম করছেন। কিন্তু দু’জনের মধ্যে কে প্রথম বলেছিলেন প্রেমের কথা? হালে কলকাতার এক সংবাদমাধ্যমকে স্বস্তিকা জানিয়েছেন সে কথা।

মঙ্গলবার Propose Day। সেই উপলক্ষ্যেই সংবাদমাধ্যমের তরফে প্রশ্ন করা হয়েছিল অভিনেত্রীকে। আনন্দবাজার অনলাইনের সেই প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেছেন, একসঙ্গে দু’জনে খেতে বসে নাড়ু পেয়েছিলেন। তাঁদের দু’জনেরই  নাড়ু খুব পছন্দের। শেষে দেখা গেল, পাতে একটাই নাড়ু পড়ে। কিছু ক্ষণ পরে শোভন অর্ধেক নাড়ু খেয়ে বাকিটা রেখে গিয়েছিলেন স্বস্তিকার জন্য।

অভিনেত্রীর কথায়, ‘বুঝেছিলাম, কোনও শব্দ খরচ না করেও এ ভাবে ভালবাসার কথা বোঝানো যায়।’

অভিনেত্রী জানিয়েছেন, কোনও বলিউডি কায়দায় নয়, তাঁর সঙ্গে শোভনের প্রেমের শুরু বন্ধুত্ব দিয়ে। দু’জনের মধ্যে কে প্রেমের কথা বলতে প্রথমে এগিয়ে এসেছিলেন, তা মনে করতে পারেননি অভিনেত্রী। 

সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘আলাদা করে প্রেম নিবেদনে বিশ্বাসী নই। ভালোলাগার কথা অনেকেই বলেছেন।’ কিন্তু তাঁর মতে, বিয়ের প্রস্তাব দেওয়াটাই সবচেয়ে ভালো প্রেম নিবেদন। 

নায়িকার মতে, তুমি আমার প্রেমিকা হবে কি না— এই প্রশ্নের থেকে তুমি আমায় বিয়ে করবে কি না— এটা শুনতে অনেক বেশি ভাল লাগবে।"

বন্ধ করুন