বাংলা নিউজ > টুকিটাকি > Republic Day 2022: প্রজাতন্ত্র দিবসের আগে জেনে নিন, এই দিনটি এবং সংবিধান সম্পর্কে দারুণ কিছু কথা
পরবর্তী খবর

Republic Day 2022: প্রজাতন্ত্র দিবসের আগে জেনে নিন, এই দিনটি এবং সংবিধান সম্পর্কে দারুণ কিছু কথা

প্রজাতন্ত্র দিবসের ছবি। (ফাইল ছবি)

ভারতীয় সংবিধান পৃথিবীর বৃহত্তম সংবিধান— একথা সকলেই জানেন। কিন্তু আরও বহু চিত্তাকর্ষক ঘটনার যোগ রয়েছে ভারতীয় সংবিধানের সঙ্গে। লিখছেন রণবীর ভট্টাচার্য

প্রত্যেক ভারতীয়ের কাছে প্রজাতন্ত্র দিবস ভীষণ গুরুত্বপূর্ণ দিন। ভারতীয় সংসদীয় গণতন্ত্রের অন্যতম ভিত হল সংবিধান। প্রজাতন্ত্র দিবস হল এই সংবিধান উদ্‌যাপনের দিন।

১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর হয়েছিল, বা আইনি ভাষায় প্রয়োগ করা হয়েছিল। তবে সংবিধান দিবস হিসেবে ২৬ জানুয়ারি নয়, বরং ২৬ নভেম্বরকে মান্যতা দেওয়া হয়েছে, কারণ ১৯৪৯ সালের ২৬ নভেম্বর ভারতীয় সংবিধান গৃহীত হয়।

দেখে নেওয়া যাক ভারতীয় সংবিধান সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ: 

  • ভারতীয় সংবিধানে ইংরেজিতে ১,৪৬,৩৮৫টি শব্দ রয়েছে!
  • ভারতীয় সংবিধান ইংরেজি ও হিন্দিতে লেখা হয়েছিল।
  • ভারতীয় সংবিধান পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান। এটি টাইপরাইটারে টাইপ করা নয়। বরং হাতে লিখেছিলেন প্রেম নারায়ণ রাইজাদা।
  • প্রতিটি পাতা সাজানোর ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিলেন রাম মনোহর সিনহা এবং আমাদের বাংলার নন্দলাল বসু।
  • এই বিশাল সংবিধান লিখতে দুই বছর, ১১ মাস এবং ১৮ দিন লেগেছিল।
  • সব দেশেরই যে সংবিধান ছাপার অক্ষরে লেখা রয়েছে এমন নয়। ব্রিটেন, ইজরায়েল, লিবিয়া, নিউজিল্যান্ড, ওমান, সৌদি আরবের মতো দেশে সেই অর্থে কোন লিখিত সংবিধানের চল নেই!

১৯৫০ সালের এই দিনেই স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে ড. রাজেন্দ্র প্রসাদ শপথগ্রহণ করেছিলেন গভর্নমেন্ট হাউসের দরবার হলে। মনে রাখা দরকার, ভারতীয় সংবিধানের খসড়া কমিটিতে রাজেন্দ্র প্রসাদের সঙ্গে ছিলেন ড. বিআর আম্বেদকর, কেএম মুন্সী, মোহাম্মদ সাদুল্লা, এন মাধব রাও, গোপাল স্বামী আয়াঙ্গার।

ইতিহাসের পাতায় এই প্রজাতন্ত্র দিবসের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামও ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। ১৯২৮ সালের ভারতীয় জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে নেতাজি সর্বপ্রথম পূর্ণ স্বরাজের দাবি উত্থাপন করেছিলেন। ঠিক পরের বছর লাহোর অধিবেশনেই তিনি আবার পূর্ণ স্বরাজের প্রস্তাব উত্থাপন করে সমান্তরাল সরকার গঠনের কথা বলেছিলেন। দুঃখের কথা ১৯৫০ সালের ২৬ জানুয়ারি যখন ভারতে ন্যায় বিচার, সাম্য ও আদর্শের ভিত্তিতে গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়, সেদিন স্বাধীন ভারতের সবাই ছিলেন, কিন্তু দেশনায়ক নেতাজি ছিলেন না।

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল আর্সালান-এর আগে-পরে শব্দ জুড়ে বিরিয়ানির দোকান চালানো যাবে না: কলকাতা হাইকোর্ট ধুতি-পাঞ্জাবিতে বাঙালি বাবু! সুরুচি সংঘে অরূপের সঙ্গে ঢাক বাজালেন ব্রায়ান লারা পুজোয় দিনভর বাইরে খাওয়া দাওয়া? পেট ভালো রাখতে পাতে রাখুন এই খাবারগুলি রতন থেকে সইফুল্লাহ! বাংলাদেশে চাকরি বাঁচাতে ধর্ম বদল, নথি দেখালেন তসলিমা বায়ুসেনার অনুষ্ঠানে চরম অব্যবস্থা, চেন্নাইয়ে প্রবল ভিড় ও গরমে মৃত ৫, অসুস্থ ১০০ অবিশ্বাস্য নো-লুক শটের পরেই ব্যাট উড়ল হার্দিকের হাত থেকে, বাউন্ডারির বাইরে বল কলকাতায় বাংলাতেই লেখা হোক সাইনবোর্ড, ধ্রুপদী স্বীকৃতির পরে নতুন করে ভাবছে পুরসভা পটাশপুরে মৃতার ময়নাতদন্তে অখুশি গোটা পরিবার, দেহ নিতে অস্বীকার, মামলার হুমকি IND vs BAN 1st T20I: ৪৯ বল বাকি থাকতেই জয়! নতুন ইতিহাস লিখল সূর্যকুমারের ভারত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.