বাংলা নিউজ > টুকিটাকি > Optical Illusion: সকাল সকাল হোক নজর-পরীক্ষা! ভাল্লুকের ভিড়ে কিন্তু একজন মানুষ, চিনতে পারলেন কি

Optical Illusion: সকাল সকাল হোক নজর-পরীক্ষা! ভাল্লুকের ভিড়ে কিন্তু একজন মানুষ, চিনতে পারলেন কি

ভাইরাল হয়েছে এই অপটিক্যাল ইলিউশন

Viral Optical Illusion: সকাল সকাল পরীক্ষা করে দেখে নিন আপনার নজর কেমন। ভাল্লুকের ভিড় থেকে খুঁজে বার করুন মানুষটিকে। 

রোজ কত কত ধাঁধাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তার কিছু খুব কঠিন, কয়েক আবার খুব সহজ। কয়েকটিতে আবার দাবি করা হয়, সেগুলি মনের কথা বলে দিতে পারে, কয়েকটি করতে পারে পর্যবেক্ষণ ক্ষমতার পরীক্ষা। এই ধাঁধাটি তেমনই এক নজর পরীক্ষার। এটি এমনিতে সাধারণ একটি ধাঁধা। তবে একটি চ্যালেঞ্জ আছে। এই ধাঁধার সমাধান করতে হবে ঠিক ৫ সেকেন্ডে। দিতে হবে ঠিকঠাক যুক্তি।

বেশির ভাগ অপটিক্যাল ইলিউশনই মজার জন্য তৈরি করা হয়। যে কোনও কিছুকেই অপটিক্যাল ইলিউশন বলে চালানো যায়। তা সে একটি আঁকা ছবি হোক, কিংবা ফটোগ্রাফ। যত ক্ষণ পর্যন্ত তার মধ্যে কিছু বিষয় আছে, যা চট করে চোখে পড়ে না, তত ক্ষণ পর্যন্ত সেটিকে অপটিক্যাল ইলিউশন বলে চালানোই যায়।

(আরও পড়ুন: এই ছবিতে লুকিয়ে রয়েছে একটি শব্দ! আঁচড়ের দাগে কী লেখা? রইল ভাইরাল অপটিক্যাল ইলিউশন)

সকলের পর্যবেক্ষণ ক্ষমতা সমান হয় না। আর সেই কারণেই অপটিক্যাল ইলিউশন হয়ে ওঠে মজার। কেউ কেউ খুব সহজেই কোনও অপটিক্যাল ইলিউশনের সমাধান করে ফেলেন। কারও আবার লেগে যায় অনেকটা সময়। এবার দেখে নেওয়া যাক, এই ধাঁধাটি।

এটি একটি আঁকা ছবি। এখানে ভাল্লুকদের দলের একটি ছবি রয়েছে। যেখানে তাদের ভিড়ে লুকিয়ে রয়েছে একটি মানুষ। সেই মানুষটিকে খুঁজে পেতে হবে। কিন্তু হাতে সময় মাত্র ৫ সেকেন্ড। আপনি কি খুঁজে পাবেন এর মধ্যে? ভালো করে দেখে নিন ছবিটি।

<p>দেখতে পালেন কি মানুষটিকে?</p>

দেখতে পালেন কি মানুষটিকে?

সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি যিনি পোস্ট করেছেন, তিনি দাবি করেছেন, এটি অত্যন্ত সহজ একটি ধাঁধা। যাঁদের পর্যবেক্ষণ মোটামুটি ভালো, তাঁরা ৫ সেকেন্ডের মধ্যেই এই ধাঁধাটির সমাধান করতে পারবেন। যাঁদের খুব ভালো নয়, তাঁরাও ১২ সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবেন।

(আরও পড়ুন: লাল লাল চেরির মধ্যে লুকিয়ে ‘দামি’ টমেটো! খুঁজে বার করতে পারলেই বিশেষ পুরস্কার)

আপনি কি দেখতে পেলেন মানুষটিকে? যদি না পেয়ে থাকেন, তাহলে একটু হিন্ট দেওয়া যাক। আসল ভাল্লুকদের ভিড়ে যে মানুষটি লুকিয়ে আছেন, তিনি কিন্তু ভাল্লুকের পোশাকেই রয়েছেন। আর তা সহজেই টের পাওয়া সম্ভব। এবার দেখুন তো চিনতে পারলেন কি না।

এখনও পারেননি? তাহলে আমরা খুঁজে দিচ্ছি আপনার জন্য। দেখে নিন তো, খুব কঠিন ছিল কি না।

<p>এই সেই ছদ্মবেশী ভাল্লুক</p>

এই সেই ছদ্মবেশী ভাল্লুক

এবার বুঝতে পারলেন? যিনি ভাল্লুকের ভিড়ে ভাল্লুক সেজে লুকিয়ে রয়েছেন, তার জামায় স্পষ্ট দেখা যাচ্ছে চেনের দাগ। 

দেখলেন তো, কত সহজ ছিল উত্তরটা! এবার আপনার বন্ধুদের পাঠিয়ে দিন এই ধাঁধার লিংক. দেখুন, তাঁদের মধ্যে কে কত ক্ষণে পারেন এই ধাঁধার সমাধান করতে।

বন্ধ করুন