বাংলা নিউজ > টুকিটাকি > World Cancer Day 2022: ক্যানসার সম্পর্কে কয়েকটি ভুল ধারণা, যা আমাদের অনেকেরই আছে

World Cancer Day 2022: ক্যানসার সম্পর্কে কয়েকটি ভুল ধারণা, যা আমাদের অনেকেরই আছে

ক্যানসার সম্পর্কে বহু ভুল ধারণা আছে অনেকেরই।

৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যানসার দিবস। বা ক্যানসার সচেতনতা দিবস। এই অসুখটি নিয়ে অনেক ভুল ধারণা রয়েছে। সেগুলি কী কী জানেন? লিখছেন রণবীর ভট্টাচার্য

ক্যানসার খুবই জটিল একটি অসুখ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO-র মতে, প্রতি বছর ১ কোটি মানুষ মারা যান এই অসুখে। ক্যানসার চিকিৎসা সম্পর্কে অনেকেরই বহু ভুল ধারণা রয়েছে।

দেখে নেওয়া সেগুলি কী কী:

  • ভুল ধারণা ১: ক্যানসার মানেই মৃত্যু

ক্যানসার মানেই মৃত্যুর দোরগোড়ায় পৌঁছোনো নয়। আমেরিকার মতো দেশে দেখা গিয়েছে, নব্বোইয়ের দশক থেকেই ক্যানসারে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কমছে। 

  • ভুল ধারণা ২: ক্যানসার ছোঁয়াচে

অনেকের ধারণা এটি ছোঁয়াচে রোগ। একদম ভুল ধারণা। কোন অঙ্গ বা টিস্যু প্রতিস্থাপন ছাড়া সম্ভব নয় একজন থেকে আরেক জনের মধ্যে ক্যানসার ছড়ানো। কিছু ক্ষেত্রে বিশেষ কিছু ভাইরাস বা ব্যাকটেরিয়ার জন্য ক্যানসার হতে করে। কিন্তু সেই ভাইরাস বা ব্যাকটেরিয়া একজনের থেকে অন্য জনের মধ্যে ছড়ালেও, ক্যানসার ছড়ানোর আশঙ্কা নেই।

  • ভুল ধারণা ৩: মোবাইল ফোনের সঙ্গে ক্যানসারের সম্পর্ক আছে

বেশ কিছু সমীক্ষার ফলস্বরূপ জানা গিয়েছে যে মোবাইল ফোন ব্যবহার করার সঙ্গে ক্যানসারের কোনও সম্পর্ক নেই। ক্যানসার জেনেটিক মিউটেশনের জন্য হয়। মোবাইল ফোন যেই খুব কম ফ্রিকোয়েন্সির শক্তি ব্যবহার করে, তার জন্য জিনের ক্ষতি হওয়া সম্ভব নয়।

  • ভুল ধারণা ৪: ডিওড্রেন্ট একদম নিরাপদ

আপাতত সমীক্ষায় জানা গিয়েছে যে ডিওড্রেন্ট ব্যবহারের সঙ্গে ক্যানসারের প্রত্যক্ষ যোগাযোগ নেই। কিন্তু তাতে অ্যালুমিনিয়াম জাতীয় উপাদান থাকলে, তা বিভিন্ন রকম ক্যানসারের আশঙ্কা বাড়িয়ে দিতে পারে।

  • ভুল ধারণা ৫: অস্ত্রোপচারের ফলে ক্যানসার ছড়াতে পারে

আমেরিকার ক্যানসার সোসাইটির তরফে বলা হয়েছে, অস্ত্রোপচারে ক্যানসার ছড়িয়ে পড়ার আশঙ্কা খুব কম।

  • ভুল ধারণা ৬: ভেষজ ওষুধে ক্যানসার সেরে যায়

আসলে ভেষজ ওষুধে ক্যানসার কমে না। বিকল্প ওষুধ নিয়ে যদি কোনও চিন্তাভাবনা থাকে, তাহলে চিকিসকের সঙ্গে কথা বলে নেওয়া দরকার।

  • ভুল ধারণা ৭: ক্যানসার পুরোপুরি সারে না

দেখা গিয়েছে ক্যানসারের চিকিৎসায় উন্নতির সঙ্গে সঙ্গে সম্পূর্ণ নিরাময়ের দিকটি আর আকাশকুসুম কল্পনা নয়। তবে বিভিন্ন ক্যানসারের বিভিন্ন রকমের চিকিৎসা হয় এবং বিপদমাত্রা ভিন্ন রকমের হয়। তাই ক্যানসার পুরোপুরি সারে না, এটা ভাবা ভুল।

বন্ধ করুন