প্রয়াত এ আর রহমানের অন্যতম প্রিয় গায়িকা কল্যাণী মেনন, রইল তাঁর কিছু সেরা গান
Updated: 03 Aug 2021, 07:48 PM IST- প্রয়াত হলেন বিখ্যাত দক্ষিণী গায়িকা কল্যাণী মেনন। কেরিয়ারে ১০০-র ওপর তামিল এবং মালায়ালম ছবিতে গান গেয়েছেন তিনি। যাঁর বেশিরভাগটাই ছিল এ আর রহমানের সুরে। গেয়েছেন কিংবদন্তি সুরকার ইলাইরাজার সুরেও।