বাংলা নিউজ > কথা ও কাহিনি > ট্র্যাক্টর দিয়ে দিল্লিতে পুলিশকে পিষে মারার চেষ্টা, সামনে এল নয়া ভিডিয়ো

ট্র্যাক্টর দিয়ে দিল্লিতে পুলিশকে পিষে মারার চেষ্টা, সামনে এল নয়া ভিডিয়ো

মধ্য দিল্লির অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। রাস্তায় দাঁড়িয়ে আছেন অসংখ্য পুলিশকর্মী। আচমকা তাঁদের দিকে দ্রুতগতিতে ধেয়ে আসল দুটি ট্র্যাক্টর। বেপরোয়াভাবে পুলিশকর্মীদের পিষে মারার চেষ্টা করল। একটি ট্র্যাক্টরে আবার তেরঙা লাগানো। কোনওক্রমে ট্র্যাক্টরদুটির সামনে থেকে সরে যান পুলিশকর্মীরা। সংবাদসংস্থা এএনআইয়ের তরফে এমনই একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে।