বাংলা নিউজ >
কথা ও কাহিনি >
EURO 2020: প্রথম রাউন্ডের ম্যাচের পর নজর কাড়লেন কারা, কারাই বা করলেন হতাশ? দেখে নিন এক নজরে
1/10
EURO 2020: প্রথম রাউন্ডের ম্যাচের পর নজর কাড়লেন কারা, কারাই বা করলেন হতাশ? দেখে নিন এক নজরে
Updated: 16 Jun 2021, 01:53 PM IST
লেখক Rishav Roy
ফ্রান্স-ইতালি ম্যাচের মধ্যে দিয়ে এবারের ইউরোর প্রথম রাউন্ডের সমাপ্তি ঘটেছে। মাত্র এক রাউন্ড খেলা হলেও ইতিমধ্যেই একাধিক অবিস্মরণীয় কিছু মুহূর্ত এবং দলগত ও ব্যক্তিগত পারফরম্যান্সের সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। এক নজরে দেখে নেওয়া যাক প্রথম রাউন্ডে নজর কাড়লেন কারা, কারাই বা হতাশ করলেন।
2/10
স্কটল্যান্ডের বিরুদ্ধে অনবদ্য দু'টি গোল করে চেক প্রজাতন্ত্রকে প্রায় একা হাতেই তিন পয়েন্ট এনে দিয়েছেন ২৫ বছর বয়সী স্ট্রাইকার প্যাট্রিক শিক। বেশ কয়েকজন এই রাউন্ডের সেরা খেলোয়াড় হওয়ার দাবিদার হলেও, দলের হয়ে পার্থক্য গড়ে দেওয়ার জন্য বায়ের লেভারকুসেন তারকাই এই রাউন্ডের সেরা ফুটবলার।
3/10
৪৯.৭ মিটার দূর থেকে স্কটল্যান্ডের বিরুদ্ধে প্যাট্রিক শিকের করা গোলটি ইউরোর ইতিহাসের পাতায় দাখিল হয়ে গেছে। অনবদ্য বাঁকে, নিখুঁতভাবে এগিয়ে থাকা গোলকিপারের মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে দেন শিক। এই রাউন্ডের সেরা গোল নির্বাচন করতে তাই দুইবার ভাবার প্রয়োজন হয় না।
শিকেরই সতীর্থ থমাস ভ্যাসিলিককে এই রাউন্ডের সেরা সেভ করতে দেখা যায়। স্কটল্যান্ডের আক্রমণ প্রতিহত করতে ডি-বক্সের সামনে এগিয়ে যান ভ্যাসিলিক। তবে বল ক্লিয়ার করতে গিয়ে তাঁর সতীর্থই তাঁর মাথার ওপর দিয়ে প্রায় গোলে বল পাঠিয়ে দিচ্ছিলেন। কিন্তু দুর্দান্তভাবে তিনি শুধু সেই বলই বাঁচান না, আগত স্কটল্যান্ড খেলোয়াড়ের পায়ে যাতে কোনভাবেই বল না পৌঁছায়, তাও নিশ্চিত করেন। তাঁর সেভই এই রাউন্ডের সেরা।
6/10
7/10
রবার্ট লেওয়ানডোস্কির শক্তিশালী পোল্যান্ডকে ২-১ গোল হারিয়ে সকলকে বেশ খানিকটা চমকেই দেয় স্লোভাকিয়া। ম্যাচের গোটা নব্বই মিনিটেই তাঁরা দারুণ শৃঙ্খলার পরিচয় দেন। এই রাউন্ডে দলগতভাবে সেরা চমক মিলান স্ক্রিনিয়াদের স্লোভাকিয়াই।
8/10
হাঙ্গেরির বিরুদ্ধে ৩-০ গোলে জিতলেও, আপাত অর্থে প্রথম ৭০ মিনিটে হাতেগোনা কয়েকটি সুযোগ তৈরি করতে পেরেছিল পর্তুগাল। তবে ৭১ মিনিটে রাফা সিলভার ম্যাচে নামার পর থেকেই খেলা বদলে যায়। তাঁর গতি, চতুর দৌড় এবং স্কিলের দৌলতে হাঙ্গেরি ডিফেন্সকে নাস্তানাবুদ করেন এই ফরোয়ার্ড। ম্যাচে দুটি গোলের পাস বাড়ানোর পাশাপাশি একটি পেনাল্টিও আদায় করেন তিনি। তারকাখোচিত পর্তুগাল দলের তিনি সেরা খেলোয়াড় হয়ে উঠবেন, তা হয়তই কেউ ভেবেছিল। তিনিই প্রথম রাউন্ডের সেরা চমক।
9/10
বর্তমানে ইউরোপ তথা বিশ্বের সেরা স্ট্রাইকারদের মধ্যে অন্যতম ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন। তবে ক্রোয়িশয়ার বিরুদ্ধে গোল করা তো দূর তেমন কোন বড় সুযোগও তৈরি করতে দেখা যায়নি তাঁকে। পরের রাউন্ডের ম্যাচে দলের ট্যালিসম্যানের ফর্মের ফেরার আশায় থাকবেন কোচ গ্যারেথ সাউথগেট।
10/10
সুইডেনের বিরুদ্ধে গোটা ম্যাচে ৮৬ শতাংশ বল দখল রেখেও গোলের দরজা খুলতে ব্যর্থ হয় স্প্যানিশ দল। ইউরোপে হেভিওয়েট এবং তাঁদের গ্রুপ ই-র খাতায় কলমে সবচেয়ে শক্তিশালী দলের এমন পারফরম্যান্স নিঃসন্দেহে হতাশাজনক।