বাংলা নিউজ > ঘরে বাইরে > ৮টি কুকুর ছানা হত্যায় মাত্র ১০০০ টাকা জরিমানা, নিম্ন আদালতের রায় বহাল হাইকোর্টে

৮টি কুকুর ছানা হত্যায় মাত্র ১০০০ টাকা জরিমানা, নিম্ন আদালতের রায় বহাল হাইকোর্টে

কুকুরছানা হত্যা মামলায় নিম্ন আদালতের নির্দেশ বহাল।

ওই বৃদ্ধা তার বাড়ির কাছে পথ কুকুর নিয়ে খুব বিরক্ত ছিলেন। এদিকে একটি কুকুর আট শাবকের জন্ম দেয়। বৃদ্ধা কুকুরের ওপর বিরক্ত হয়ে ৮ কুকুরছানাকে হত্যা করেছিলেন। ৭২ বছর বয়সি এই বৃদ্ধা নিম্ন আদালতে অপরাধ স্বীকার করেছিলেন। 

২০১৬ সালে বেঙ্গালুরুতে ৮টি কুকুরছানা হত্যার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল। সেই ঘটনায় এক বৃদ্ধার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল  পরে মামলা ওঠে নিম্ন আদালতে। তাতে নিম্ন আদালত ওই বৃদ্ধাকে ১০০০ টাকা জরিমানা এবং ১৫ দিনের জেল দিয়েই ছেড়ে দিয়েছিল। কিন্তু, নিম্ন আদালতের সেই নির্দেশ নিয়ে তুমুল সমালোচনা হয়েছিল। বিচার সঠিক ছিল না বলেই সেই সময় দাবি উঠেছিল। এবার কর্ণাটক হাইকোর্টও নিম্ন আদালতের নির্দেশে করল না। ১ হাজার টাকার বেশি টাকা জরিমানা করতে রাজি হল না কর্ণাটক হাইকোর্ট।

আরও পড়ুন: মুখ দিয়ে বেরোচ্ছে গ্যাঁজলা, বীরভূমে পরপর ২ দিনে মৃত্যু ১৬ কুকুরের, বিষ দিয়ে খুন?

মামলার বয়ান অনুযায়ী, ওই বৃদ্ধা তার বাড়ির কাছে পথ কুকুর নিয়ে খুব বিরক্ত ছিলেন। এদিকে একটি কুকুর আট শাবকের জন্ম দেয়। বৃদ্ধা কুকুরের ওপর বিরক্ত হয়ে ৮ কুকুরছানাকে হত্যা করেছিলেন। ৭২ বছর বয়সি এই বৃদ্ধা নিম্ন আদালতে অপরাধ স্বীকার করেছিলেন। এরপর পশুর প্রতি নিষ্ঠুরতা আইনে এক হাজার টাকা জরিমানা ও ১৫ দিন জেল দিয়ে তাকে ছেড়ে দেয়। মূলত বয়স এবং অপরাধ স্বীকারের কারণে তার প্রতি নরম মনোভাব দেখিয়েছিল আদালত।

এরপর একটি পশুপ্রেমী সংগঠন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে কর্ণাটক হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। তবে হাইকোর্ট সেই আর্জি খারিজ করে দিয়েছে। বিচারপতি জেএম খাজি বলেন, ‘এটা প্রাসঙ্গিক যে যখন ঘটনাটি ঘটেছিল তখন অভিযুক্তের বয়স ছিল ৬৫ বছর। তিনি দেখেন একটি পথ কুকুর ৮টি শাবক প্রসব করেছে এবং তারা দিনের পর দিন চিৎকার করছে। তাতে বিরক্ত হয়ে তিনি কুকুরছানাগুলিকে অন্য জায়গায় রেখেছিলেন। তবে এর কারণে কুকুরছানাগুলি মায়ের কাছে ফিরে যেতে পারেনি। শেষে মারা যায়।’ নির্দেশে উল্লেখ করা হয়েছে, মহিলা নিম্ন আদালতের সামনে দোষ স্বীকার করেছিল। বৃদ্ধাকে দোষী সাব্যস্ত করেছিল এবং কারাদণ্ড সহ জরিমানা করেছিল আদালত। 

মামলার রায় দিতে গিয়ে হাইকোর্ট বলেছে, ‘এখন আসামির বয়স প্রায় ৭২ বছর। এই দিকগুলি মাথায় রেখে নিম্ন আদালতের সিদ্ধান্তে হস্তক্ষেপ করা ঠিক হবে না।’ হাইকোর্টের এই রয়ে স্বাভাবিকভাবেই অসন্তুষ্ট পশুপ্রেমী সংস্থাগুলি। যদি সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে তারা ডিভিশন বেঞ্চে যাবেন কিনা সে বিষয়টি এখনও জানা যায়নি।

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

নিজের হাতেই বাড়ির দেবীর উদ্বোধন মিমির, পঞ্চমী কাটালেন পরিবারের সঙ্গেই পারিবারিক অশান্তি কি আজ দাম্পত্যে ঝামেলা তৈরি করবে? দেখুন আজকের প্রেম রাশিফল হঠাৎ ক্ষেপে গেলেন কেন করিনা? কার উদ্দেশ্যে বললেন, 'আমাকে কেউ খোঁচালে...' কলকাতা লিগ জেতাতে ইস্টবেঙ্গলকে গায়ের জোরে ৩ পয়েন্ট দিল IFA! অভিযোগ কুণালের চলতি বছরই ফের গাঁটছড়া বেঁধেছেন, এর মধ্যে সুখবর দিলেন কাঞ্চন! কী জানালেন? হরিয়ানায় লজ্জার হার কৃষক নেতা গুরনামের, জুটল মোটে ১১৭০ ভোট, পাশে নেই ১% লোকও ষষ্ঠীতে T20I-এর লড়াই সূর্যকুমার ও হরমনপ্রীতদের, ভারতের ২টি ম্যাচ দেখবেন কীভাবে? পুজোয় নয়া কর্মসূচি ডাক্তারদের, ষষ্ঠীতে কলকাতা জুড়ে 'অভয়া পরিক্রমা' হরিয়ানা ছুঁল পুরনো রেকর্ড, বিধানসভায় সর্বোচ্চ সংখ্যক মহিলা, কোন দলের কতজন জিতলেন আরজি কর বিতর্ক অতীত, পুজোয় 'আপনজন' সৌরভ নিলেন ২০০ জন শিশুর পড়াশোনার দায়িত্ব

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.