বাংলা নিউজ > ঘরে বাইরে > একলাফে আক্রান্ত বেড়ে ৫৭৮! একদিনে দেশে খোঁজ মিলল ১৫৬ জন ওমিক্রন সংক্রমিতের

একলাফে আক্রান্ত বেড়ে ৫৭৮! একদিনে দেশে খোঁজ মিলল ১৫৬ জন ওমিক্রন সংক্রমিতের

একদিনে দেশে খোঁজ মিলল ১৫৬ জন ওমিক্রন সংক্রমিতের (ছবি পিটিআই) (PTI)

হিমাচলপ্রদেশ ও মধ্যপ্রদেশেও এবার ওমিক্রন থাবা বসিয়েছে। মধ্যপ্রদেশে একদিনেই ৯টি ওমিক্রন কেস শনাক্ত হয়েছে।

ভারতে একলাফে অনেকটাই বাড়ল ওমিক্রন সংক্রমণ। ভারতে গত ২৪ ঘণ্টায় ওমিক্রন সংক্রমণের কেস ১০০টিরও বেশি বেড়েছে। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দৈনিক বুলেটিন অনুযায়ী দেশে এখন মোট ওমিক্রন কেসের সংখ্যা ৫৭৮। সরকারী তথ্য অনুসারে, রবিবার ভারতের ওমিক্রনের সংখ্যা ৪২২ ছিল। মানে রবিবার দেশে ওমিক্রনের ১৫৬টি মামলা সামনে আসে।

এদিকে হিমাচলপ্রদেশ ও মধ্যপ্রদেশেও এবার ওমিক্রন থাবা বসিয়েছে। মধ্যপ্রদেশে একদিনেই ৯টি ওমিক্রন কেস শনাক্ত হয়েছে। এদিকে দিল্লিতে একদিনে ৬৩ এবং মহারাষ্ট্রে একদিনে ৩৩টি ওমিক্রন কেস ধরা পড়েছে। এর জেরে সর্বোচ্চ ওমিক্রন সংক্রমণের তালিকায় মহারাষ্ট্রকে পিছনে ফেলল দিল্লি। সরকারী তথ্য অনুসারে, দিল্লিতে মোট ওমিক্রন কেসের সংখ্যা ১৪২। দেশে সর্বাধিক সংখ্যক ওমিক্রন সংক্রমণের রিপোর্ট রাজধানীতেই মিলেছে। তারপরেই তালিকায় এখন আছে মহারাষ্ট্র। সেরাজ্যে মোট ওমিক্রন আক্রান্ত ১৪১। তাছাড়া কেরলে ৫৭, গুজরাতে ৪৯, রাজস্থানে ৪৩, তেলেঙ্গানায় ৪১, তামিলনাড়ুতে ৩৪ এবং কর্ণাটকে ৩১টি ওমিক্রন কেস ধরা পড়েছে।

এদিকে দেশের মোট ৫৭৮ জন ওমিক্রন আক্রান্ত রোগীর মধ্যে ইতিমধ্যেই ১৫১ জন রোগমুক্ত হয়েছেন বলে জানিয়েছে কেন্দ্র। বিশেষজ্ঞদের আশঙ্কা, এখনই সতর্ক না-হলে আগামী দু’মাসের মধ্যেই ভারতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা প্রায় ১০ লক্ষের গণ্ডি পার করতে পারে। বিশেষজ্ঞদের মত, এখনও পর্যন্ত গোটা বিশ্বে যে প্রবণতা দেখা গিয়েছে, সেই অনুসারে বলা যায়, ওমিক্রন আক্রান্তের সংখ্য়া মাত্র দুই-তিনদিনের মধ্যেই ১ হাজারে পৌঁছে যেতে পারে৷ আর ১০ লক্ষে পৌঁছতে সময় লাগে প্রায় দু’মাস৷ এই আবহে সতর্কতা অবলম্বর করার কথা বলছেন বিশেষজ্ঞ, চিকিত্সক থেকে সবাই।

 

বন্ধ করুন