বাংলা নিউজ > ঘরে বাইরে > এখনও ত্রিপুরার হোটেলে ‘বন্দি’ PK-র টিম, ২৪ ঘণ্টা পরেও মিলল না করোনা রিপোর্ট

এখনও ত্রিপুরার হোটেলে ‘বন্দি’ PK-র টিম, ২৪ ঘণ্টা পরেও মিলল না করোনা রিপোর্ট

প্রশান্ত কিশোর (ফাইল ছবি, সৌজন্যে সন্তোষ কুমার/হিন্দুস্তান টাইমস)

মানিক সরকারের অভিযোগ, ত্রিপুরায় জঙ্গলরাজ চলছে।

প্রিয়াঙ্কা দেব বর্মণ

চব্বিশ ঘণ্টারও বেশি অতিক্রান্ত। কিন্তু এখনও করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট হাতে পেলেন না ত্রিপুরার হোটেলে ‘বন্দি’ থাকা আইপ্যাকের সদস্যরা। তাঁদের অভিযোগ, ত্রিপুরার বিজেপি সরকারের তরফে কিছু জানানো হচ্ছে না। স্বাস্থ্য দফতরের এক আধিকারিক অবশ্য জানিয়েছেন, আইপ্যাকের সদস্যদের নমুনা পরীক্ষার কাজ চলছে।

২০২৩ সালে বিধানসভা ভোটের আগে সেখানকার মাটিতে তৃণমূল কংগ্রেসের সম্ভাবনা পরখ করতে সম্পর্তি ত্রিপুরায় যান প্রশান্ত কিশোরের সংস্থার ২৩ জন সদস্য। কিন্তু সোমবার আগরতলার একটি বেসরকারি হোটেলেই তাঁদের থাকার নির্দেশ দেয় পুলিশ। জানানো হয়, করোনা পরীক্ষার রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত পিকের সংস্থার সদস্যদের হোটেলেই থাকতে হবে। পুলিশের দাবি, করোনাভাইরাস সংক্রমণ রুখতে জারি করা কার্ফুর মধ্যেও বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিল দলটি। তাই ‘রুটিন চেক-আপের’ জন্য হোটেলে যাওয়া হয়েছিল।

কিন্তু সেই ঘটনার পর ২৪ ঘণ্টা অতিক্রান্ত হয়ে গেলেও আইপ্যাকের সদস্যরা করোনার রিপোর্ট পাননি। আইপ্যাকের সদস্যদের অভিযোগ, এখনও তাঁদের হোটেলের বাইরে যেতে দেওয়া হচ্ছে না। করোনা রিপোর্টও দেওয়া হয়নি। ওই সূত্র বলেছেন, ‘আমাদের কেন আটক করে রাখা হয়েছে, তাও সরকারিভাবে আমাদের জানানো যায়নি। সেইসঙ্গে আমরা জানিও না যে কখন আমরা রিপোর্ট পাব।’ যদিও আটকে রাখার অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

সেই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দিল্লিতে তিনি বলেন, ‘ত্রিপুরায় বাচ্চা-বাচ্চা ছেলেদের আটকে রাখা হয়েছে।’ আগামিকাল ত্রিপুরায় যাচ্ছেন দুই মন্ত্রী - ব্রাত্য বসু ও মলয় ঘটক এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরার তৃণমূল সভাপতি আশিসলাল সিং বলেন, ‘এটা তৃৃৃণমূলের সংস্কৃতি দল। সমীক্ষার ফলাফলে ভীত হয়ে দলকে কার্যত গৃহবন্দি করে রেখেছে রাজ্য সরকার।’ তৃণমূলের সুরে বিপ্লব দেবের সরকারকে আক্রমণ শানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা মানিক সরকারও। পুরো বিষয়টিকে ‘অধিকার লঙ্ঘন’ হিসেবে চিহ্নিত করে তিনি বলেন, ‘রাজনৈতিক মতাদর্শে পার্থক্য থাকতে পারে। কিন্তু প্রত্যেকের তথ্য সংগ্রহ করার অধিকার আছে। তাঁদের হোটেলে আটকে রাখা যায় না। রাজ্যে জঙ্গলরাজ চলছে।’

ঘরে বাইরে খবর

Latest News

বউ নাতাশার সন্তান প্রসবের অপেক্ষা! পাপারাজ্জিদের যন্ত্রণায় মেজাজ হারালেন বরুণ লর্ডস, ওভালের মতো ধর্মশালায় বসানো হয়েছে হাইব্রিড পিচ, এর সুবিধেগুলি কী? ধনু-মকর-কুম্ভ-মীনের বুধবার কেমন কাটবে? জানুন রাশিফল T20 WC-এর জন্য চমকহীন দল ঘোষণা আয়ারল্যান্ডের, অধিনায়কের দায়িত্বে পল স্টার্লিং বিলি করা হয় প্রসাদ, ধূপ ধূনোয় পূজিত হন রবি ঠাকুর! মুম্বইচা রাজা রোহিত শর্মা- ওয়াংখেড়েতে স্লোগান দিয়ে ভাইরাল ম্যাথু হেডেন কন্যা সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে বুধবার? জানুন রাশিফল আজ বৃষ্টি পুরো বাংলায়, ৪০ কিমিতে ঝড়, শুক্রে আরও বাড়বে দুর্যোগ! কোথায় বেশি হবে? মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে বুধবার? জানুন রাশিফল RR-কে হারিয়ে উত্থান DC-র, দুইয়েই থাকলেন সঞ্জুরা, চার দলের ১২ পয়েন্ট, জমেছে লড়াই

Latest IPL News

মুম্বইচা রাজা রোহিত শর্মা- ওয়াংখেড়েতে স্লোগান দিয়ে ভাইরাল ম্যাথু হেডেন কন্যা সঞ্জুর লড়াই জলে গেল, ২০ রানে হারল রাজস্থান, দিল্লি জিতে সুবিধে করে দিল KKR-এর BCCI-এর সঙ্গে কথা বলবেন না- বোর্ডের নামে আতঙ্কিত হর্ষিত সাবধান করলেন কোচকে ৪-৪-৪-৬-৪-৬- ম্যাকগার্কের পিটুনি,১৯বলে অর্ধশতরান করে অনন্য নজির গড়লেন DC-র তরুণ IPL 2024: ভক্তের আইফোন ভেঙে ফেললেন মিচেল,পরিবর্তে ক্ষমা চেয়ে দিলেন উপহার- ভিডিয়ো T20 WC-এর কথা মাথায় রেখে কি বুমরাহকে বিশ্রাম দেওয়া হবে? সম্ভাবনা ওড়ালেন পোলার্ড জিতলে গম্ভীরের প্রশংসা, হারলে কেন দোষী শ্রেয়স? KKR সমর্থকদের আচরণে প্রশ্ন বিশপের CSK-তে বড় ধাক্কা! মুস্তাফিজুরের পরে এবার দেশে ফিরলেন দলের অন্যতম সেরা পেস বোলার KKR-কে নিশ্চিন্ত করলেন তারকা আফগান উইকেটকিপার-ব্যাটার,শীঘ্রই যোগ দিতে চলেছেন দলে মাহি ভাইও এই বিষয়ে কোনও সাহায্য করতে পারবেন না- হঠাৎ ধোনির কথা মনে করলেন হার্দিক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.