বাংলা নিউজ > ঘরে বাইরে > পড়শির আগ্রাসনে প্রাণ হারালেন পাঁচ জওয়ান সহ ১১, ভারতের পালটা মারে হত আট পাক সেনা

পড়শির আগ্রাসনে প্রাণ হারালেন পাঁচ জওয়ান সহ ১১, ভারতের পালটা মারে হত আট পাক সেনা

ছবি সৌজন্যে এএনআই

পাকিস্তানের অনেক লঞ্চ প্যাড ও বাঙ্কার ধ্বংস হয়েছে ভারতের প্রত্যাঘাতে। 

আচমকাই দীপাবলির আগে উত্তপ্ত ভারত-পাক সীমান্ত। যুদ্ধবিরতি লঙ্ঘন করে অবিশ্রান্ত ভাবে গুলি ও বোমা বর্ষণ করছিল পাক সেনা। পালটা জবাব দেয় ভারত। এতে নিহত হয়েছে কমপক্ষে আটজন পাকিস্তানের সেনা। এর মধ্যে আছে দুই-তিনজন পাকিস্তান স্পেশ্যাল সার্ভিস গ্রুপের কম্যান্ডো বলে ভারতীয় সেনার সূত্রে জানা গিয়েছে।

উত্তর কাশ্মীরে সীমান্তে ভারত পালটা হানা দেয় পাক আগ্রাসনের পর। ভিডিওতেই স্পষ্ট পাকিস্তানের বাঙ্কার, লঞ্চ প্যাড ও ফুয়েল ডাম্প এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। আটজন মারা গিয়েছে ও গুরুতর আহত হয়েছে ১০-১২ জন পাক সৈনিক। 

এর আগে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের অনুপ্রবেশ রুখতে গিয়ে ও যুদ্ধবিরতি লঙ্ঘনের জেরে প্রাণ হারিয়েছে চার ভারতীয় সেনা। এদের মধ্যে প্রথমে দুইজনের মৃত্যু হয়েছে উরি সেক্টরে, একজনের গুরেজে। পরে আরও এক সেনা জওয়ানের মৃত্যু হয়। এছাড়াও মৃত্যু হয়েছে একজন বিএসএফ জওয়ান ও ছয়জন সাধারণ মানুষের। 

একজন মহিলা ও সাতবছরের ছেলে সহ ছয়জন অসামরিক ব্যক্তির মৃত্যু হয়েছে উরিতে। পাক শেলিংয়ে মৃত্যু হয়েছে তাদের।এছাড়াও আহত হয়েছেন চারজন।  সেনার মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানিয়েছেন যুদ্ধবিরতি লঙ্ঘন করে ডায়ার, কেরান, উরি ও নৌগাম সেক্টরে শেলিং করেছে পাকিস্তান। জেনেবুঝে যেখানে অসামরিক নাগরিকরা থাকে সেখানে হামলা চালিয়েছে পাকিস্তান, বলে তিনি জানান। তবে কর্নেল জানান যে ভারতীয় সেনা যোগ্য জবাব দিয়েছে। 

নৌগামে একজন বিএসএফ জওয়ানের শেলিংয়ে মৃৃত্যু হয়েছে। তবে কেরান ও উরি সেক্টরে যেরকম শেলিং হয়েছে, সেটা সাম্প্রতিক কালে হয়নি বলেই জানিয়েছেন স্থানীয়রা। সারাদিন শুধু রাস্তায় অ্যাম্বুলেন্সের হুটার ও বোমার আওয়াজে আতঙ্কে শিঁটিয়ে আছেন নাগরিকরা। 

বন্ধ করুন