সন্দীপ ভাস্কর
বিহারের পশ্চিম চম্পারনে এক নর্তকীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে।মঙ্গলবার রাতের ঘটনা। ২০ বছর বয়সি ওই নর্তকী একটি অর্কেস্ট্রা পার্টিতে কাজ করতেন। সূত্রের খবর তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা। অর্কেস্ট্রার দলে কাজ করার জন্য তিনি বিহারে গিয়েছিলেন। সাঠি থানায় এনিয়ে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই অর্কেস্ট্রা পার্টির লোকজন গাড়িতে চেপে আসছিলেন। সেই সময় কয়েকজন মাঝরাস্তায় তাদের আটকান। এরপর তাদের মধ্যে থেকে বাংলার বাসিন্দা এক নর্তকীকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। এরপর একটি নির্জন জায়গায় তাকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
ওই নর্তকী পুলিশকে জানিয়েছেন, পুজাহা থেকে তিনি দল নিয়ে পশ্চিম চম্পারনে এসেছিলেন। অনুষ্ঠান শেষে ফেরার পথে এই ঘটনা। এদিকে ওই নর্তকী কোনওরকমে পুলিশের কাছে অভিযোগ জানাতে গিয়েছিলেন।
সাঠি থানার স্টেশন হাউজ অফিসার উদয় কুমার জানিয়েছেন, খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।
এদিকে পুলিশ সব মিলিয়ে ৬জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তাদের নাম উল্লেখ করা হয়েছে। বাকি আরও একাধিক জন রয়েছে।
এদিকে সূত্রের খবর, বাংলা থেকে অনেকেই পেটের টানে বিহারে নাচতে যান। অর্কেস্ট্রার দলে তাঁরা নাচগান করেন। এক জায়গায় অনুষ্ঠান শেষ করে ফের তারা অন্য় জায়গায় যান। কিন্তু এক্ষেত্রে মাঝরাস্তায় তাদের গাড়ি আটকানো হয়েছিল বলে অভিযোগ। তারপরই ওই নর্তকীকে টেনে নিয়ে যাওয়া হয় নির্জন জায়গায়। সেখানেই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। তবে তিনি কোনও রকমে দুষ্কৃতীদের কাছ থেকে মুক্তি পেয়েই তিনি পুলিশের কাছে গিয়ে গোটা ঘটনা খুলে বলেন। তবে শেষ পর্যন্ত পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। বাকিদের খোঁজ চলছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup