বাংলা নিউজ > ঘরে বাইরে > Delhi Results 2022: হাতছাড়া পুরসভা, কিন্তু দিল্লিতে 'আপের জনসমর্থন কমেছে' বলে দাবি বিজেপির

Delhi Results 2022: হাতছাড়া পুরসভা, কিন্তু দিল্লিতে 'আপের জনসমর্থন কমেছে' বলে দাবি বিজেপির

দিল্লির বিজেপি প্রধান আদেশ গুপ্ত। 

আদেশ গুপ্ত বলেন, ‘পুর নির্বাচনে ২৫০টি ওয়ার্ডের মধ্যে ১০৪টি জিতে বিজেপি শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করবে।’ তিনি আরও বলেন, ‘আমাদের ভোটের হার বৃদ্ধি পেয়েছে। এরজন্য জন্য আমরা দিল্লির জনগণের কাছে কৃতজ্ঞ। ২০১৭ সালের তুলনায় আমাদের ভোট শেয়ার ৩ শতাংশ বেড়েছে।’

সাত বছর আগে দিল্লি বিধানসভা ভোটে আম আদমি পার্টির কাছে হারলেও দিল্লি পুরসভা ছিল বিজেপির দখলে। কিন্তু এবার পুরভোটে বড় ধাক্কা খেয়েছে বিজেপি। তবে পুরসভা বিজেপির হাতছাড়া হলেও ভোট পাওয়ার হার বেড়েছে বলেই মনে করছেন দিল্লির বিজেপি প্রধান আদেশ গুপ্ত। এই হার মেনে নিয়ে দিল্লি পুরসভায় বিজেপি প্রধান এবং শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করবে বলেই জানালেন তিনি।

আদেশ গুপ্ত বলেন, ‘পুর নির্বাচনে ২৫০টি ওয়ার্ডের মধ্যে ১০৪টি জিতে বিজেপি শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করবে।’ তিনি আরও বলেন, ‘আমাদের ভোটের হার বৃদ্ধি পেয়েছে। এর জন্য জন্য আমরা দিল্লির জনগণের কাছে কৃতজ্ঞ। ২০১৭ সালের তুলনায় আমাদের ভোট শেয়ার ৩ শতাংশ বেড়েছে। আমরা নির্বাচনকে সম্মান করি এবং শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করব।’ বিজেপি মনে করছে, তাদের আমলে পুরসভায় যে কাজ হয়েছে তাতে সাধারণ মানুষ খুশি। ভোট শেয়ার বৃদ্ধি তারই ইঙ্গিত দিচ্ছে। আদেশ বলেন, ‘আমরা খুব অল্প ব্যবধানে হেরেছি। কিন্তু আমাদের ভোটের বৃদ্ধি ইঙ্গিত দিচ্ছে যে কেন্দ্র সরকার এবং পুরসভার কাজ নিয়ে মানুষ সন্তুষ্ট রয়েছে।

যদিও আপ এবার পুরসভা ভোটে ১৩৪ টি আসনে জয়ী হয়ে সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে। তবে বিজেপি মজে করছে আপের মন্ত্রী ও নেতাদের বিরুদ্ধে দুর্নীতি এবং কেলেঙ্কারির অভিযোগের কারণে তাদের জনসমর্থন হ্রাস পেয়েছে। উল্লেখ্য, নির্বাচন কমিশনের ওয়েবসাইট বলছে, শতাংশের বিচারে ভোট বেড়েছে বিজেপির। তারা পেয়েছে ৩৯.১২ শতাংশ ভোট, যা ২০১৭ সালে ছিল ৩৬.০৮ শতাংশ। ২০১৭-এর তুলনায় ভোট বাড়লেও, বিজেপির জেতা ওয়ার্ড ১৮২ থেকে নেমে হয়েছে ১০৪-এ।

বন্ধ করুন